স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাওয়াশে যুক্ত হলো পাকিস্তানের নাম

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় টাইগাররা, যা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এরপর টাইগারদের সামনে স্বাগতিকদের হোয়াইটওয়াশের সুযোগ। আর সে সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগালো নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে হেরে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। আর ২৪ বছরের টেস্ট ইতিহাসে টাইগারের কাছে হোয়াইটওয়াশ হওয়া তৃতীয় দল স্বাগতিকরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ (২ বার) ও জিম্বাবুয়েকে (১ বার) টেস্টে বাংলাওয়াশ করেছিল বাংলাদেশ।

দেশের বাইরে দ্বিতীয় টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ দল। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল টাইগাররা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এ ছাড়া ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হলো শান মাসুদের দল।

করাচির বদলে রাওয়ালপিন্ডিতে হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটিতে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান।

পেসারদের দাপটে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৮৫ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার জাকিরের ব্যাট থেকে।

২০০৯ সালের পর দেশের বাইরে প্রথমবারের মতো টানা দুই টেস্টে জয়ে কীর্তি গড়ল বাংলাদেশ দল। এ ছাড়া দেশের বাইরে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে সিরিজ জিতেছিল টাইগাররা।

সর্বপ্রথম ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। গ্রেনাডায় তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানের ৯৬ রানে ২১৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় লাল-সবুজরা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের।

এরপর দেশের বাইরে আরও ৬ টেস্টে জয় পায় বাংলাদেশ। তবে কখনো জেতা হয়নি টানা ম্যাচ। আর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। এ ছাড়া ঘরের মাঠে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে জয় পায় টাইগাররা।

নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার চতুর্থ ঘটনা এটি। এ ছাড়া তৃতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর তৃতীয় দল হিসেবে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১০

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

১১

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

১২

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১৩

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

১৪

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী

১৫

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

১৬

সাত পদের ৫টিতে বিএনপির জয়

১৭

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

১৮

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

১৯

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

২০
X