অন্তত ৪-৫ ম্যাচের জন্য সাকিব আল হাসানকে পাওয়ার আশা ছিল ইংল্যান্ডের কাউন্টি দল সারের। কিন্তু ভারত সিরিজের কারণে সেটা হচ্ছে না। তারপরও এক ম্যাচে বাংলাদেশি এ অলরাউন্ডারকে দলে পেয়ে উচ্ছ্বসিত দলটি। দারুণভাবেই বাঁহাতি এ অলরাউন্ডারকে বরণ করে নিয়েছেন সারে ম্যানেজমেন্ট।
মৌসুমের শুরুতে ইংলিশ ক্রিকেটাররা না থাকায় সাকিবই তাদের স্পিন ভরসা। সুযোগের জন্য পারফরম্যান্সের মাধ্যমে ছাপ রাখতে চান বলে জানিয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে চলছে ইংল্যান্ডের টেস্ট সিরিজ। আবার অস্ট্রেলিয়া সিরিজের জন্য তৈরি সাদা বলের দলও। যার কারণে দলের নিয়মিতদের মধ্যে ৮ জনই নেই।
এদিকে ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ ডিভিশনের শীর্ষে আছে সারে। গতকাল যাদের বিপক্ষে খেলছিল, সেই সমারসেট ২৪ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে তাই সাকিবকে যে কোনোভাবেই পেতে চেয়েছিল সারে। পাকিস্তানে দুই টেস্টের পর দেশে না ফিরে তাই সাকিবও যোগ দিতে চলে যান ইংল্যান্ডে।
প্রথম ম্যাচেই সারের জার্সিতে বোলিংয়ে ছন্দময় ছিলেন সাকিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম সেশনে ১২ ওভারে ৩ মেডেনে ৩০ রান দেন বাংলাদেশি এ অলরাউন্ডার, ছিলেন উইকেটশূন্য। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই সাকিবকে পাওয়ায় খুব বেশি ভাবতে হয়নি জানিয়ে সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব। যখন আমাদের কাছে সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ হয়েছে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল।’
প্রথমবার সারেতে অভিষেক হলেও অভিজ্ঞতায় ভরপুর সাকিব। সে কারণে একটু বেশি প্রত্যাশা বাঁহাতি অলরাউন্ডারের কাছে, ‘সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ করবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা।’
কাউন্টিতে আগেও খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। এবার সারেতেও সে অভিজ্ঞতার ছাপ রাখতে চান সাকিব। তার ওপর আস্থা রাখায় আনন্দ প্রকাশ করে বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘সারে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, ছাপ রাখতে চাই এবং দলকে লক্ষ্য পূরণে সাহায্য করতে চাই।’
মন্তব্য করুন