স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দলকে সেরাটা দেওয়া এখনো বাকি নাহিদ রানার

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

গতি আর বাউন্সার- ব্যাটারদের কুপোকাত করতে ফাস্ট বোলারদের মোক্ষম হাতিয়ার। আর যখন গতির প্রসঙ্গে আসে, তখন সামনে চলে আসেন- অ্যালান ডোনাল্ড, ব্রেট লি, শোয়েব আখতার, শেন বোল্টের মতো তারকাদের নাম। প্রশ্ন আসতে পারে হঠাৎ এ প্রসঙ্গ কেন?

এর উত্তর নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে সবাইকে তাক লাগিয়ে দেন ডানহাতি এ পেসার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গতির বোলার তিনি। পাকিস্তানের বিপক্ষে গতিময় বোলিংয়ের পরও সন্তুষ্ট নন নাহিদ রানা। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে নিজের সেরা দেওয়ার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নাহিদ রানার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তরুণ এ পেসারকে সরাসরি বলতে শোনা যায়, ‘আমি কারও মতো হতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’

রাওয়ালপিন্ডির দুই টেস্টে গতির ঝড় তোলেন নাহিদ রানা। যদিও জোরে বল করা তার লক্ষ্য ছিল না বলে জানান তিনি, ‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সে পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সিরিজে তার ভূমিকা অনেক। দুই ম্যাচে শিকার করেছেন ছয় উইকেট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে চার শিকার, ৪ গুরুত্বপূর্ণ উইকেট। তালিকায় রয়েছে অধিনায়ক শান মাসুদ, অভিজ্ঞ বাবর আজমদের উইকেট। সব মিলিয়ে দারুণ এক সিরিজ কাটানো নাহিদ নিজের পারফরম্যান্সে বেশ খুশি, ‘আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আমার কাছে আশা করেছিল, তা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশের পরের পরীক্ষা ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে এ সিরিজেও নিজের সেরাটা দিতে চান নাহিদ, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস 

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

দেশে ফিরে ইতিহাস গড়া চার বিশ্বনেতা

শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

১০

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

১১

সিলেট পৌঁছালেন তারেক রহমান

১২

ন্যান্সির কণ্ঠে গান ‘নেতা আসছে’

১৩

বাংলাদেশের আকাশসীমায় ঢুকে তারেক রহমানের স্ট্যাটাস 

১৪

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান

১৫

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

১৬

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

১৭

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

১৮

অভিযানে ৪০ লাখ লিটার তেল জব্দ

১৯

পুলিশের ২ গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, অতঃপর...

২০
X