স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দলকে সেরাটা দেওয়া এখনো বাকি নাহিদ রানার

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

গতি আর বাউন্সার- ব্যাটারদের কুপোকাত করতে ফাস্ট বোলারদের মোক্ষম হাতিয়ার। আর যখন গতির প্রসঙ্গে আসে, তখন সামনে চলে আসেন- অ্যালান ডোনাল্ড, ব্রেট লি, শোয়েব আখতার, শেন বোল্টের মতো তারকাদের নাম। প্রশ্ন আসতে পারে হঠাৎ এ প্রসঙ্গ কেন?

এর উত্তর নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে সবাইকে তাক লাগিয়ে দেন ডানহাতি এ পেসার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গতির বোলার তিনি। পাকিস্তানের বিপক্ষে গতিময় বোলিংয়ের পরও সন্তুষ্ট নন নাহিদ রানা। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে নিজের সেরা দেওয়ার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে নাহিদ রানার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তরুণ এ পেসারকে সরাসরি বলতে শোনা যায়, ‘আমি কারও মতো হতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’

রাওয়ালপিন্ডির দুই টেস্টে গতির ঝড় তোলেন নাহিদ রানা। যদিও জোরে বল করা তার লক্ষ্য ছিল না বলে জানান তিনি, ‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সে পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সিরিজে তার ভূমিকা অনেক। দুই ম্যাচে শিকার করেছেন ছয় উইকেট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে চার শিকার, ৪ গুরুত্বপূর্ণ উইকেট। তালিকায় রয়েছে অধিনায়ক শান মাসুদ, অভিজ্ঞ বাবর আজমদের উইকেট। সব মিলিয়ে দারুণ এক সিরিজ কাটানো নাহিদ নিজের পারফরম্যান্সে বেশ খুশি, ‘আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আমার কাছে আশা করেছিল, তা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশের পরের পরীক্ষা ভারত। আগামী ১৫ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে এ সিরিজেও নিজের সেরাটা দিতে চান নাহিদ, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বন্ধ থাকবে বেসরকারি অফিসও, খোলা যেসব প্রতিষ্ঠান

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

৬ বার জামানত হারানো সুধীর রঞ্জন এবারও মনোনয়ন জমা দিতে পারেননি

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীরভাবে শোকাহত

আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলো কবে হবে, জানাল বিসিবি

১০

খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না

১১

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

১২

খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত

১৩

হাদি হত্যা : সিবিউন-সঞ্জয়-ফয়সাল ৩ দিনের রিমান্ডে

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

১৫

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৬

মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়বেন

১৭

রাজধানীতে তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

১৯

‘বার্সেলোনা’র বিপক্ষে খেলবে মেসিরা, কবে কখন

২০
X