লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত সময় কাটছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের। নিজেদের তৃতীয় ম্যাচে রাতে মুখোমুখি সাকিবের গল টাইটান্স এবং তাওহীদ হৃদয়ের জাফনা কিংস।
শুক্রবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গল ও জাফানা ম্যাচটি অনুষ্ঠিত হবে। টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সাকিবের দল। অপরদিকে একটি জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছে হৃদয়।
শ্রীলঙ্কান টি-টোয়েন্টি লিগে চারজন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম দল পেয়েছে। এর মধ্যে সাকিব ও মোহাম্মদ মিঠুন গল টাইটান্সে; হৃদয় খেলছেন জাফনা কিংসের হয়ে, শরিফুল সুযোগ পেয়েছেন কলম্বো স্ট্রাইকার্সে।
এলপিএলের প্রথম দুই ম্যাচেই ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখান সাকিব। গলের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৩ রানের পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে সফল সাকিব। ২১ বলে ৩০ রান সংগ্রহের পর বল হাতে ৩ ১০ রানে শিকার করেন ৩ উইকেট। ফলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় গল টাইটান্স।
প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে বাজিমাত করেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। এলপিএলের প্রথম ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৩৯ বলে ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন হৃদয়। প্রথম ফিফটি পেলেও দ্বিতীয় ম্যাচে ২০ বলে ২৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তবে তার দলও হেরে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
মন্তব্য করুন