স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিবিঘ্নিত দিনেও অস্ট্রেলিয়ার দাপট

কোহলিকে আউট করে হ্যাজেলউডের উল্লাস। ছবি : সংগৃহীত
কোহলিকে আউট করে হ্যাজেলউডের উল্লাস। ছবি : সংগৃহীত

ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনও বৃষ্টির কারণে খেলা বারবার বন্ধ-শুরু হয়েছে। মাত্র ৩৩.১ ওভার খেলা সম্ভব হলেও সেই সময়ের মধ্যেই অস্ট্রেলিয়া নিজেদের আধিপত্য বজায় রেখেছে। প্রথম ইনিংসে ৪৪৫ রান করার পর মিচেল স্টার্কের নেতৃত্বে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছে স্বাগতিকরা। দিনের শেষে ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেটে ৫১ রান, যেখানে তারা এখনও ৩৯৪ রানে পিছিয়ে।

ভারতীয় ব্যাটারদের জন্য দিনটি ছিল দুর্বিষহ। একাধিক বৃষ্টির বিরতির পর বারবার মাঠে নেমে নতুন করে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু অজিদের বোলারদের লম্বা চেহারা এবং ধারালো বোলিংয়ের সামনে ভারতীয়দের শট নির্বাচন ছিল হতাশাজনক।

ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে যশস্বী জয়সওয়াল ক্যাচ তুলে দেন মিড-উইকেটে দাঁড়িয়ে থাকা মিচেল মার্শের হাতে। এরপর শুভমান গিলও স্টার্কের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মার্শের হাতে ধরা পড়েন। দুজনেই দ্রুত বিদায় নেওয়ায় ভারত চাপে পড়ে যায়।

ভারতের ভরসা ছিলেন বিরাট কোহলি, কিন্তু তিনিও পারেননি দলকে বিপর্যয় থেকে বাঁচাতে। জশ হেজেলউডের শর্ট বল এবং অফ স্টাম্পের বাইরে বলের মুখোমুখি হয়ে তিনি ৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন। তার আউটের পরপরই বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে খেলা আবারও বন্ধ হয় দ্বিতীয় সেশনের শুরুতেই। খেলা শুরু হওয়ার পর প্যাট কামিন্সের বলে ঋষাভ পান্তও দ্রুত বিদায় নেন, মাত্র ৫ রান করে ক্যাচ তুলে দেন। এর পরের বিরতি প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে, এবং দিনের শেষ ভাগে স্পিনারদের কয়েক ওভার বল করার সুযোগ হয়। তবে অন্ধকার এবং আরও এক দফা বৃষ্টির কারণে দিনের খেলা সেখানেই শেষ হয়।

ভারতের ইনিংসের একমাত্র আশার আলো ছিলেন লোকেশ রাহুল। তিনি ৩৩ রানে অপরাজিত আছেন এবং বেশ কিছু চমৎকার কাভার ড্রাইভ খেলেছেন। যদিও ইনিংসের শুরুতেই বাঁ-হাতে চোট পান তিনি।

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয়। অ্যালেক্স ক্যারি ৭০ রান করেন এবং মিচেল স্টার্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অজিরা বড় সংগ্রহ গড়ে। ভারতের হয়ে জাসপ্রীত বুমরাহ ৭৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৪৫ (ট্রাভিস হেড ১৫২, স্টিভ স্মিথ ১০১; জসপ্রীত বুমরাহ ৬-৭৬)

ভারত: ৫১/৪ (কেএল রাহুল ৩৩*; মিচেল স্টার্ক ২-২৫)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহীন আফ্রিদির কঠোর বার্তা

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

১০

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১১

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১২

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১৩

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৪

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৫

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

১৭

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৮

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

১৯

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

২০
X