স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাক-ভারত ম্যাচে হাইব্রিড মডেল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সংকটের সমাধান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর নিয়ে চলমান জট অবশেষে কাটল। টুর্নামেন্টটি এবার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংকটের অবসান হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতার মাধ্যমে। সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-২৭ চক্রের সব ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিয়ম চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (পাকিস্তান), আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (ভারত) এবং আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত এবং শ্রীলঙ্কা)-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।’ এর অর্থ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে এখনও নিশ্চিত নয় কোন দেশ হবে — সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নাকি শ্রীলঙ্কা। যদিও পিসিবি শ্রীলঙ্কাকে পছন্দ করছে, তবে লজিস্টিক সুবিধার কারণে সিদ্ধান্তটি ইউএই-এর দিকেও ঝুঁকতে পারে। আইসিসি জানিয়েছে, চূড়ান্ত সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

যদি ইউএইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়, তবে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এই বিষয়ে আইসিসি এবং পিসিবির চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে। আবুধাবি ও শারজাহতেও মাঠ রয়েছে, তবে ইসিবির কর্মকর্তারা জানিয়েছেন, দুবাইয়ের ভেন্যুর আকার বিবেচনায় বড় ম্যাচটি সেখানেই হবে। ইউএই-তে ১৫ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে, যার মধ্যে থাকবে ভারতের তিনটি গ্রুপ ম্যাচ এবং দুটি নকআউট ম্যাচ।

এদিকে, আইসিসি নতুন একটি বিশ্ব আসরের আয়োজক হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছে। আইসিসি জানিয়েছে, ‘পাকিস্তানকে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনীত করা হয়েছে। এই টুর্নামেন্টেও নিরপেক্ষ ভেন্যুর নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া, ২০২৯-২০৩১ চক্রে অস্ট্রেলিয়াও একটি বড় নারী টুর্নামেন্টের আয়োজক নির্বাচিত হয়েছে।’

বিসিসিআই জানিয়েছিল যে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে খেলতে যাবে না। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টের সম্ভাব্য সূচি ছিল, কিন্তু ভারতীয় দলের এই সিদ্ধান্তে আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে ত্রিমুখী অচলাবস্থা তৈরি হয়। এই সময়ে বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন এবং এই সংকট সমাধানের দায়িত্ব তার কাঁধেই ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১০

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১১

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১২

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৩

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৫

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৬

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৭

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৮

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৯

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

২০
X