শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শনিবার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে। বিসিসিআই, আইসিসি এবং পিসিবির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভার্চুয়ালি অংশ নেবেন। বিসিসিআই, আইসিসি এবং পিসিবির মধ্যে কয়েক সপ্তাহের আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজক থাকবে। তবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ১৫ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ, যার মধ্যে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচও রয়েছে, আয়োজন করা হবে দ্বিতীয় কোনো দেশে, সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে।

বিসিসিআই কি পরবর্তীতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির অন্যান্য ইভেন্টের জন্য একই হাইব্রিড মডেল মেনে নিয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে দুই পক্ষের মধ্যে একটি মধ্যম পন্থা বের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআই কোনো লিখিত নিশ্চয়তা দিতে রাজি নয়, যা এই আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

আগামী বছর ভারতের মাটিতে নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এছাড়াও, আগামী বছর পুরুষদের এশিয়া কাপের আয়োজনের কথাও রয়েছে ভারতে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে জাতীয় মর্যাদার বিষয় হিসেবে দেখেছে, তাই হাইব্রিড মডেল মেনে নেওয়ার জন্য তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

এর পাশাপাশি, ২০২৭-৩১ চক্রে পাকিস্তানকে একটি আইসিসি নারী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

পিসিবি প্রধান মহসিন নাকভি বরাবরই হাইব্রিড মডেলের বিরোধিতা করেছেন। তবে যদি চূড়ান্ত সমঝোতা হয়ে থাকে, তাহলে তার উদ্বেগের বিষয়গুলো সমাধান করা হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও, পিসিবিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এইসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য শনিবারের বৈঠক ডাকা হয়েছে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১০

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১১

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১২

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৩

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৪

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৫

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৬

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১৭

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

১৮

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১৯

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

২০
X