স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল ২০২৫

ইয়াসির আলীর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর বড় সংগ্রহ

৯৪ রানের ইনিংস খেলার পথে রাব্বি। ছবি : সংগৃহীত
৯৪ রানের ইনিংস খেলার পথে রাব্বি। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা শেষ করে শুরু হয়েছে বাংলাদেশের প্রিমিয়ার ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ (বিপিএল) একাদশ তম আসর। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শুরু হওয়া এই আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও অনেকদিন পর বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচেই আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন রাজশাহীর ব্যাটার ইয়াসির আলী রাব্বি।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইয়াসির আলীর বিধ্বংসী ৯৪ রানে ভর করে ৩ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ করেছে রাজশাহী।

এই বিশাল সংগ্রহে মূল অবদান রেখেছেন অধিনায়ক এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি।

এনামুল বিজয় ৫১ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে ইয়াসির রাব্বি ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৪৭ বলে ৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে অপরাজিত ৯৪ রান করেন তিনি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে গড়া ১৪০ রানের জুটি রাজশাহীকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

রাজশাহী ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না। ওপেনার জিসান আলম কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। তাকে বোল্ড করেন কাইল মায়ার্স। পাকিস্তানের মোহাম্মদ হারিস ঝড় তোলার আভাস দিলেও মায়ার্সের স্লোয়ারে তালগোল পাকিয়ে আউট হন। দলীয় ২৫ রানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় রাজশাহী।

তবে এরপরই শুরু হয় এনামুল ও ইয়াসিরের ব্যাটিং শাসন। বিজয় তার অর্ধশতক পূর্ণ করেন ৪১ বলে, যা এবারের বিপিএলের প্রথম ফিফটি। অপরপ্রান্তে রাব্বি তার বিধ্বংসী ইনিংসে বরিশালের বোলারদের নাস্তানাবুদ করেন। বিশেষ করে বরিশালের পেসার রিপন মণ্ডল ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। তার ৪ ওভারে আসে ৫৫ রান।

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি এই ম্যাচে নিজের সেরা ফর্মে ছিলেন না। ৪ ওভারে ৩৩ রান দিলেও উইকেট শূন্য থাকেন তিনি। ফাহিম আশরাফ ৪২ রান খরচ করে একটি উইকেট নেন। তবে তাদের ব্যর্থতা বরিশালের জন্য আরও চাপ বাড়িয়ে দেয়।

রাজশাহীর শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স বরিশালের জন্য একটি কঠিন লক্ষ্য দাঁড় করিয়েছে। এ ধরনের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আসরের বাকি ম্যাচগুলোতেও দলকে ভালো অবস্থানে রাখতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

১০

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১১

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১২

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১৩

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৪

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৫

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৬

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৭

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৮

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৯

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

২০
X