ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পেতে আরেকটা চেষ্টা করবে বিসিবি

সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে এই মৌসুমে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখনো তার দেশে আসা হয়নি। কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারবেন—সে তথ্য নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কিংবা খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও।

কিন্তু বিপিএল শেষ হলেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ। তার আগেই সাকিবের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা প্রয়োজন জাতীয় দলের নির্বাচকদেরও। এমন পরিস্থিতিতে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পেতে আরও একটা চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সে চেষ্টাটা যে সরকার সংশ্লিষ্ট—সেটাও উল্লেখ করেছেন তিনি।

সেপ্টেম্বর-অক্টোবরে হওয়া ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার শঙ্কা থাকায় সরকার থেকেই সাকিবকে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর থেকেই আর কোনো সিরিজের দলেই ছিলেন না তিনি।

প্রস্তুতি বলতে কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। তারপরও বাংলাদেশ ক্রিকেটে সাকিব বড় তারকা। বাঁহাতি অলরাউন্ডারকে পেতে আরেকবার চেষ্টা করবেন জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘ওর যে ইস্যুটা, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় নয়। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে (আইনি জটিলতা); সেটা যদি ঠিক করা যায়—তাহলে কিছু হতে পারে। এরপর আছে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম—এসব দেখে নির্বাচকরা সিদ্ধান নেবে।’

দলে সাকিবের চাহিদা থাকলেও সরকার সংশ্লিষ্ট বলেই কিছুটা অসহায় বিসিবি প্রেসিডেন্ট, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, কারণ এটা তো জাতীয় ইস্যু।’

তবে আশার কথা হচ্ছে। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাকি সাকিবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন! এমনটা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি বলেছেন, সরকারি যে ব্যাপারটা সেগুলো উনি দেখবেন।’

অবশ্য সাকিবের দেশে ফেরাটা নিরাপত্তার সমস্যা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরের টুর্নামেন্ট। তখন তো সাকিবের দেশে আসারও প্রয়োজন নেই! সেক্ষেত্রে বিসিবির ভাবনাটা কী! ফারুকই জানালেন তা, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসব।’

একই সঙ্গে প্রসঙ্গত তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইস্যুও সামনে এসেছে। তবে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইস্যুতে নির্বাচকদের কোটেই বল ঠেলে দিলেন। তামিমকে দলে নেওয়া কিংবা না নেওয়া—কোনো বিষয়ই বলতে চান না তিনি। বিষয়টি নির্বাচক ও তামিমের আলোচনাতেই সমাধান হবে বলে মনে করেন ফারুক আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিনের মৃত্যুর রহস্য ঘিরে ধোঁয়াশা, সরকারের কাছে যে আবেদন জানালেন পাপন

পূজার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন

আবারও ম্যানইউর ভরাডুবি

ভারতে থালাপতি বিজয়ের সমাবেশে বহু হতাহতের শঙ্কা

সেই বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় মামলা

নির্বাচনী সংলাপ শুরু হচ্ছে রোববার

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

টানা ৩ দফা বেড়ে কমলো স্বর্ণের দাম

রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের ৩ প্রতিশ্রুতি

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

১০

দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

১১

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

১২

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

১৩

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

১৪

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

১৫

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

১৬

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

১৭

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

১৮

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

২০
X