স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি-রোহিতকে নিয়ে কঠিন সিদ্ধান্তের পথে বিসিসিআই

খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন রোহিত-কোহলি। ছবি : সংগৃহীত
খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন রোহিত-কোহলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা কি টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন? অস্ট্রেলিয়া সফরে তাদের ব্যর্থতার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের ‘সুপারস্টার কালচার’ নিয়ে, যেখানে সিনিয়র ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্টে না খেলে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন। বিসিসিআইও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং দুজনের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচক কমিটি।

অস্ট্রেলিয়া সফরে দুই সিনিয়র ব্যাটার একেবারেই ব্যর্থ ছিলেন। প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও ৮ ইনিংসে মাত্র ১৯০ রান (গড় ২৩.৭৫) করেন কোহলি। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার অফ-স্টাম্পের দুর্বলতা, যা আবারও সামনে এসেছে। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড একাই তাকে চারবার আউট করেন।

অন্যদিকে, অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স আরও খারাপ। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন তিনি, যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সবচেয়ে বাজে পারফরম্যান্স। এরপর পঞ্চম টেস্টে হঠাৎ করেই “ব্যক্তিগত কারণে” ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত, যা বিতর্ক আরও বাড়িয়েছে।

কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভারতের ক্রিকেট বোর্ডও চিন্তিত। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় পত্রিকা দৈনিক জাগরণকে বলেন, ‘আমি গাভাস্কার ও পাঠানের কথা শুনছিলাম। যখন কোহলি-রোহিতের ব্যাপারে প্রশ্ন করা হলো, তখন জানানো হয়—তারা নিজেরা অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। বিসিসিআই সরাসরি তাদের অবসর নিতে বলতেও পারে না, তবে দলকে এগিয়ে নিতে কিছু একটা করা লাগবে। সময় এলে নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নেবেন।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জুনে শুরু হবে। এর আগেই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিসিসিআইয়ের নতুন কর্মকর্তারা (ডেভজিৎ সাইকিয়া ও প্রভতেজ ভাটিয়া) ইতোমধ্যেই কোহলির অফ-স্টাম্প সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

বিসিসিআই সরাসরি কোহলি বা রোহিতকে অবসরের কথা বলতে পারবে না, তবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে বড় সিদ্ধান্ত নিতেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

এবার আহানের বিপরীতে শর্বরী

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

১০

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১১

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

১২

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৩

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

১৪

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১৫

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১৬

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১৭

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৮

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৯

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

২০
X