স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটার-বোলারের পর এবার উইকেটকিপার হলেন শান্ত! 

উইকেটকিপারের ভূমিকায় শান্ত। ছবি : সংগৃহীত
উইকেটকিপারের ভূমিকায় শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে বরাবরই একজন ব্যাটার হিসেবে দেখা গেছে। মাঝে মাঝে হাত ঘুরিয়ে বোলিং করলেও উইকেটকিপার হিসেবে কখনোই তাকে কল্পনা করা হয়নি। কিন্তু বিপিএলের মঞ্চে সেই চমকই দেখালেন ফরচুন বরিশালের এই ব্যাটার। নিয়মিত কিপার মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় এবং বিকল্প উইকেটরক্ষক প্রিতম কুমার একাদশের বাইরে থাকায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে কিপার গ্লাভস হাতে মাঠে নামেন শান্ত।

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এরপরই দেখা যায় ব্যাটার শান্তর হাতে উইকেটকিপারের গ্লাভস, যা প্রথমে অনেককে বিস্মিত করে। ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শান্তকে এতদিন ব্যাটিং কিংবা মাঝে মাঝে বোলিং করতে দেখা গেলেও, উইকেটরক্ষক হিসেবে মাঠে নামাটা ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

শুধু জাতীয় দলই নয়, বয়সভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া লিগেও উইকেটরক্ষকের ভূমিকায় কখনো দেখা যায়নি শান্তকে। এমনকি টি-টোয়েন্টিতে ১৬৯ ম্যাচ খেলেও কিপিংয়ের অভিজ্ঞতা ছিল না তার। তবে আজ সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলল মুশফিকের চোটের কারণে।

বরিশালের নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম ঢাকায় দলের শেষ ম্যাচে আঙুলে চোট পান। এরপর সিলেটের আগের ম্যাচেও তিনি কিপিং না করে সাধারণ ফিল্ডার হিসেবে খেলেন। সেই ম্যাচে বিকল্প উইকেটরক্ষক হিসেবে সুযোগ পান প্রিতম কুমার, তবে মাত্র ৩ রান করে ব্যর্থ হন তিনি। যদিও তামিমের ৮৬ রানের দুর্দান্ত ইনিংস এবং মুশফিকের ক্যামিওতে বরিশাল ম্যাচটি জিতে নেয়, কিন্তু প্রিতম নিজের জায়গা ধরে রাখতে পারেননি। ফলে আজ তাকে একাদশের বাইরে রেখে উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয় শান্তকে।

দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত। ক্যারিয়ারের বড় অংশ জুড়ে ওপেনিং করলেও মিডল অর্ডারেও ব্যাটিং করতে দেখা গেছে তাকে। এছাড়া অফস্পিন বল করতেও সক্ষম তিনি। এবার উইকেটরক্ষকের ভূমিকায়ও দেখা গেল তাকে, যা তার বহুমুখী সামর্থ্যেরই প্রমাণ।

ফরচুন বরিশাল চলতি বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে তিন নম্বরে অবস্থান করছে। যদিও শান্ত এখনও বড় ইনিংস খেলতে পারেননি, তবে নতুন ভূমিকায় তিনি কতটা সফল হতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১০

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১১

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১২

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৪

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৫

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৬

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৭

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৮

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৯

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

২০
X