স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না জাকের ও শান্তর

জাকের আলী ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
জাকের আলী ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ যে ১৫ সদস্যের দল সাজিয়েছে, সেখানে এসেছে বড় চমক। আক্রমণাত্মক ওপেনার হিসেবে পরিচিত পারভেজ হোসেন ইমন এবার নতুন ভূমিকায় নামবেন—দলের পরিকল্পনায় তিনি খেলবেন চার নম্বরে। অন্যদিকে জায়গা হয়নি জাকের আলি অনিকের, ফেরার জোরালো দাবিদার হিসেবেও বিবেচনায় আসেননি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

ক্রিকবাজের বরাতে জানা গেছে, ফর্মহীনতার কারণেই জাকেরের নাম বাদ পড়েছে। আর বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও শান্তকে শুধু স্কোয়াডে বসিয়ে রাখার জন্য অন্তর্ভুক্ত করতে চায়নি দল ব্যবস্থাপনা। উল্লেখ্য, চলমান বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শান্তরই—৪ ম্যাচে ২০৩ রান, স্ট্রাইক রেট ১৪৭–এর বেশি, তবু ফিরতে পারলেন না টি–টোয়েন্টি সেটআপে।

বিপিএলে সিলেট টাইটানসের কাছে অনুরোধ করেই তাকে ওপেনিং থেকে নামানো হয় মধ্যম অবস্থানে। উদ্দেশ্য ছিল—বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী তাকে নতুন ভূমিকার পরীক্ষায় দেখা। দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। ৪ নম্বরে নেমে করেছেন ১৬৯ রান, গড় ৮৪.৫০, স্ট্রাইক রেট ১৫৯.৪৩।

ইমন নিজেও বললেন, “যেখানেই খেলি, মানিয়ে নিতে হবে। কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু উপভোগ করছি। দলের স্বার্থটাই সবার আগে।”

দল ব্যবস্থাপনার মতে, ইমনকে চার নম্বরে রাখলে ব্যাটিং অর্ডারে ভারসাম্য আসে, মাঝের দিকে পাওয়া যায় গুরুত্বপূর্ণ বাঁহাতি অপশন। স্পিনের বিপক্ষেও তার খেলায় আত্মবিশ্বাস রয়েছে নির্বাচকদের।

আয়ারল্যান্ড সিরিজের দুই ম্যাচে না খেলানোয় যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন শামীম হোসেন। টিম ম্যানেজমেন্ট তাকে ফিনিশারের ভূমিকায় রেখেই পরিকল্পনা সাজিয়েছে।

ডিসেম্বরের শেষ দিনে সিলেটে অধিনায়ক লিটন দাস ও নির্বাচকদের বৈঠকে চূড়ান্ত হয় দল। এরপর বোর্ড সভাপতি স্বাক্ষর করে তা জমা পড়ে আইসিসিতে ১ জানুয়ারি। পরিস্থিতি বড়ভাবে না বদলালে স্কোয়াডে আর পরিবর্তনের সম্ভাবনা কম, যদিও আনুষ্ঠানিকভাবে জানুয়ারি ২০ পর্যন্ত বদলানোর সুযোগ আছে।

বোলিং আক্রমণে বাড়তি পেসারের বদলে নির্বাচকরা নিয়েছেন একজন অতিরিক্ত ব্যাটার। কারণ গ্রুপ পর্বের সব ম্যাচই ভারতের মাঠে—অধিকাংশ ম্যাচের পরিকল্পনায় তাই গুরুত্ব পেয়েছে ব্যাটিং গভীরতা।

সব মিলিয়ে, স্পষ্ট—বাংলাদেশ এই বিশ্বকাপে চাইছে নমনীয়তা, নতুনত্ব এবং পরিস্থিতি অনুযায়ী অভিযোজিত হতে পারা ক্রিকেট। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।

বিশ্বকাপের প্রাথমিক সম্ভাব্য দল :

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বৈধ ঘোষণা পর যা জানালেন সালাহউদ্দিন আহমেদ

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

রঙ যেভাবে ক্ষুধার ওপর প্রভাব ফেলে

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যানার অপসারণ কর্মসূচি

‘জেলে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি’

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

চট্টগ্রামের কাছে নাস্তানাবুদ ঢাকা

গৃহহীনদের জন্য ‘মেটালিকা হ্যাভেন মেডিকেল সেন্টার’

১০

বিয়ে করলেই নিশ্চিত নয় গ্রিন কার্ড, স্বপ্নভঙ্গের নতুন আতঙ্ক

১১

মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

১২

এবার ইরানের রাস্তায় জেন-জিরা, সরকার কি পারবে সামলাতে

১৩

ঢাকায় নামতে না পেরে তিন বিমানবন্দরে ৯ ফ্লাইটের অবতরণ

১৪

অভিনয়ে মেঘনা আলম

১৫

খেজুরের রস নিয়ে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

১৬

আহত বিএনপি নেতার মৃত্যু

১৭

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো বিশাল অ্যাভাটার

১৮

সাত পাকে পাত্রীর সঙ্গে ঘুরছিলেন তিন বান্ধবী, অতঃপর...

১৯

যত সম্পদের মালিক এনসিপি নেত্রী মাহমুদা মিতু

২০
X