স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তারকাখ্যাতি নয়, পারফরম্যান্সেই মনোযোগী নাহিদ রানা

ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে নাহিদ রানা। ছবি : সংগৃহীত
ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে নাহিদ রানা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার পেসার নাহিদ রানার যাত্রা খুব বেশি দিনের নয়। তবে তার গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের কারণে এরই মধ্যে নজর কাড়তে সক্ষম হয়েছেন। জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্লেষকদের। এমনকি বিপিএলে খেলার সময় বিশ্বমানের পেসার শাহীন শাহ আফ্রিদিও তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন।

তবে এত প্রশংসা ও তারকাখ্যাতির মাঝেও নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবেই দেখতে চান রানা। তিনি মনে করেন, তারকা হয়ে যাওয়ার ভাবনা মানসিক ক্ষুধাকে কমিয়ে দিতে পারে, যা তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে।

রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) ২১ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন রানা। ৭ উইকেটের বড় জয়ের পর সংবাদ সম্মেলনে যখন প্রশংসা নিয়ে প্রশ্ন করা হয়, তখনই নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

রানা বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি এই প্রশংসাগুলো থেকে দূরে থাকার। মানুষ তো প্রশংসা করবেই, শুনতে ভালোও লাগে। কিন্তু এগুলো বেশি শুনতে থাকলে নিজের ক্ষুধাটা কমে যায়। আমি কখনোই নিজেকে তারকা মনে করি না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, নরমাল থাকার চেষ্টা করি।’

নিজের পারফরম্যান্স ও দলের পারস্পরিক বোঝাপড়া নিয়েও কথা বলেন রানা। তার মতে, রংপুর রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে দারুণ বন্ডিং রয়েছে, যা মাঠের খেলায় ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, ‘দলীয় পরিবেশটা বেশ ভালো। মাঠের ভেতরে ও বাইরে আমাদের সম্পর্ক মজবুত, যা পারফরম্যান্সে সাহায্য করছে। ঢাকার উইকেটে একটু বেশি বাউন্স ছিল, কিন্তু এখানে বল ব্যাটে ভালো আসে ও স্কিড করে। আমরা কোচের দেওয়া পরিকল্পনা মেনে খেলি, আর সেটাই মাঠে কাজে লাগছে।’

চাপ না নিয়ে খেলা উপভোগ করার দিকেও জোর দেন রানা। তিনি বলেন, ‘আমি চাপ হিসেবে নেই না, খেলা উপভোগের চেষ্টা করি। যখন আপনি উপভোগ করবেন, তখন পারফরম্যান্সও ভালো হবে।’

রংপুর রাইডার্স বিপিএলে নিজেদের দাপট দেখিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ জয় তুলে নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। নাহিদ রানার মতো উদীয়মান খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

এই টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিতভাবেই তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চের জন্য প্রস্তুত করবে। তবে আপাতত তিনি খ্যাতি নয়, নিজের খেলাতেই মনোযোগ দিতে চান। এগিয়ে যেতে চান নিজের মতো করেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১১

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

১২

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১৩

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

১৪

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

১৫

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

১৬

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

১৭

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

১৮

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

১৯

জাল টাকার কারখানার সন্ধান, যুবক গ্রেপ্তার

২০
X