স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনাকে হারিয়ে প্লে-অফের কাছে বরিশাল

প্লে-অফের আরো কাছে বরিশাল। ছবি : সংগৃহীত
প্লে-অফের আরো কাছে বরিশাল। ছবি : সংগৃহীত

রোমাঞ্চকর ম্যাচ, নাটকীয় মুহূর্ত আর একের পর এক মোড় নেওয়া—বিপিএলের জমজমাট আসরে এমন লড়াই যেন উপভোগের অনন্য উপলক্ষ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার রাতে ঠিক এমনই এক ম্যাচ উপহার দিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ হাসি হাসে বরিশাল, ৭ রানের ব্যবধানে খুলনাকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের ইনিংস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর একই ওভারে ফিরেন অভিজ্ঞ ডেভিড মালানও। দলীয় মাত্র ১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। যদিও তৌহিদ হৃদয় (৩৬) ও মাহমুদউল্লাহ (৫০) মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন।

দ্রুত উইকেট হারানোর চাপ সামলে বরিশালের রান ১০ ওভারে ৬৪। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রিশাদ হোসেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষদিকে তানভীর ইসলামের ৪ বলে ১২ রানের ক্যামিওতে বরিশাল ২০ ওভারে ১৬৭/৯ রান সংগ্রহ করে। খুলনার হয়ে মেহেদি হাসান মিরাজ ৩ উইকেট নেন, সঙ্গ দেন সালমান ইরশাদ ও নাসুম আহমেদ।

১৬৮ রানের লক্ষ্যে খুলনার ইনিংস শুরু হয় হতাশায়। দুই ওভারের মধ্যেই ইমরুল কায়েস শূন্য রানে বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মোহাম্মদ নাঈম। ৫৯ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখান তিনি।

তার সঙ্গে মেহেদি হাসান মিরাজ (৩৩) ও আফিফ হোসেন (২৭) কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬০/৬, মাত্র ৭ রানের ব্যবধানে হারতে হয় তাদের। বরিশালের পক্ষে জাহান্দাদ খান ২ উইকেট নিয়ে দলকে জয়ের পথে রাখেন, সঙ্গ দেন মোহাম্মদ নবি ও রিশাদ হোসেন।

এই জয়ে বরিশাল প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল। মাত্র একম্যাচ জিতলেই হয়ে যাবে প্লে-অফ। তবে ব্যাটিং লাইনআপের দুর্বলতা নিয়ে ভাবার প্রয়োজন আছে তামিম ইকবালের দলের। অন্যদিকে খুলনার জন্য ম্যাচটি ছিল হতাশার, নাঈমের ব্যাটিং উজ্জ্বল হলেও দলের মিডল অর্ডারের ব্যর্থতা তাদের পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

ধানের শীষ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল : দুলু

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

১০

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

১১

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

১২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

১৩

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

১৪

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

১৬

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

১৭

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৮

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

১৯

নিজ আসনে নুরের গণসংযোগ

২০
X