স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের মর্যাদা রক্ষায় কঠোর সিদ্ধান্তের বার্তা বিসিবির

বিপিএল নিয়ে কঠোর হচ্ছে বিসিবি। ছবি : সংগৃহীত
বিপিএল নিয়ে কঠোর হচ্ছে বিসিবি। ছবি : সংগৃহীত

বিপিএলে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্য ইফতেখার রহমান মিঠু। তিনি বিষয়টি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন। মিঠু জানিয়েছেন, বিসিবি ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘এটি বিসিবির দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দলীয় বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছি। তবে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে।’

মিঠু সরাসরি স্বীকার করেন যে, বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি বিপিএলের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা ছাড় দিচ্ছি, কিন্তু এরও একটা সীমা আছে। বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।’

বিদেশি ক্রিকেটারদের অভিযোগের বিষয়ে মিঠু বলেন, ‘এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। তবে যারা চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির নিয়মের বাইরে গিয়ে কিছু করা হবে না।’

তিনি আরও যোগ করেন যে, দেশের পরিস্থিতি বিবেচনা করে যে বিশ্বাসের ভিত্তিতে খেলা শুরু হয়েছিল, সেটি অনেক ফ্রাঞ্চাইজি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করেন যে, ‘বিসিবি বিপিএলের মর্যাদা রক্ষায় যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।’

বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করা প্রসঙ্গে মিঠু বলেন, ‘টাকা পাওয়ার বিষয়ে বিসিবি দায়িত্বশীল। তবে কেউ চুক্তির বাইরে গেলে সেটি গ্রহণযোগ্য হবে না।’

পরিশেষে, তিনি টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘বিপিএল ক্রিকেট বোর্ডের সম্পত্তি। এটি সুনামের সঙ্গে শেষ করতে না পারলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’

বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি ও চুক্তি ভঙ্গের ঘটনায় এবার কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে বিসিবির অবস্থান সময়ই বলে দেবে। তবে মিঠুর মন্তব্যে বোঝা যাচ্ছে, বিপিএল নিয়ে আর ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১০

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১১

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১২

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১৩

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৪

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৫

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৬

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৭

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৮

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

২০
X