স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে তামিমের ক্ষোভ

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। চলমান আসরে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে শুরু হওয়া আলোচনা এবার আরও তীব্র হলো। প্লে-অফের দোরগোড়ায় থাকা দলটির কিছু খেলোয়াড়কে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় এবার মুখ খুললেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই তারকা ক্রিকেটার বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি চাই বিপিএল বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাক, কিন্তু এভাবে চলতে থাকলে সেটি সম্ভব নয়।’

ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব নিয়েও সরব ছিলেন তামিম। তার মতে, দল গঠনের সময় ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সক্ষমতা ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

‘একটি দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো না দেয়, সেটি দুঃখজনক। আগেও দেখেছি, ৫০ শতাংশ পারিশ্রমিক আটকে থাকে, পরে দর কষাকষি করে হয়তো ২৫ শতাংশ দিয়ে দেয়। খেলোয়াড়রা বাধ্য হয়ে মেনে নেয়। কিন্তু দোষ তো খেলোয়াড়দের নয়, ওরা তো মাঠে পারফরম্যান্স দিচ্ছে। দায় ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির।’

তিনি আরও বলেন, ‘কেন একজন খেলোয়াড় তার পরিশ্রমের ন্যায্য মূল্য পাবে না? কেন ফ্র্যাঞ্চাইজিরা দর কষাকষি করবে? বিসিবিকে এসব ব্যাপারে আরও কঠোর হতে হবে।’

বিপিএলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। তার মতে, এই সমস্যার স্থায়ী সমাধানে বিসিবির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘আমি আশা করি, দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। এসব ঘটতে থাকলে শুধু বিপিএলের নয়, দেশের ক্রিকেটেরও সম্মানহানি হয়। বিদেশি তারকারা আসতে চায়, কিন্তু এরকম পরিস্থিতিতে তারা পিছিয়ে যাবে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্বচ্ছতা আনতে ড্রাফটের বাইরে যেসব খেলোয়াড় চুক্তিবদ্ধ হন, তাদের জন্য সুনির্দিষ্ট নিয়মের প্রস্তাব দিয়েছেন তিনি।

‘যদি কেউ ড্রাফটের বাইরে চুক্তি করে, তবে সেটির সুনির্দিষ্ট কাগজপত্র থাকা উচিত। একটা কপি খেলোয়াড়ের, একটা বিসিবির, আরেকটি ফ্র্যাঞ্চাইজির কাছে থাকবে। এতে সবাই জানবে কার কত পাওনা। তাহলে এসব ঝামেলা এড়ানো সম্ভব হবে।’

বিপিএলের বিশাল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তামিম, তবে সেটিকে কাজে লাগাতে পেশাদার ব্যবস্থাপনার প্রয়োজন।

‘এই টুর্নামেন্টের ব্যাপক সম্ভাবনা আছে। কিন্তু আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারছি না। এটি শুধুই একটা টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটের ভাবমূর্তির বিষয়ও।’

বিপিএল নিয়ে বিতর্ক নতুন নয়, তবে তামিমের মতো সিনিয়র ক্রিকেটাররা সরব হওয়ায় এবার হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে। এখন দেখার বিষয়, বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো এই সংকট সমাধানে কতটা কার্যকর পদক্ষেপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন?

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

১০

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১১

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

১২

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

১৩

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

১৪

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১৭

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহার

১৮

ব্যাটে-বলে ঝলমলে সাকিব, আটলান্টার দাপুটে জয়

১৯

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

২০
X