স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে বকেয়া পারিশ্রমিক নিয়ে তামিমের ক্ষোভ

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। চলমান আসরে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে শুরু হওয়া আলোচনা এবার আরও তীব্র হলো। প্লে-অফের দোরগোড়ায় থাকা দলটির কিছু খেলোয়াড়কে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় এবার মুখ খুললেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই তারকা ক্রিকেটার বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি চাই বিপিএল বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাক, কিন্তু এভাবে চলতে থাকলে সেটি সম্ভব নয়।’

ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব নিয়েও সরব ছিলেন তামিম। তার মতে, দল গঠনের সময় ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সক্ষমতা ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

‘একটি দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকমতো না দেয়, সেটি দুঃখজনক। আগেও দেখেছি, ৫০ শতাংশ পারিশ্রমিক আটকে থাকে, পরে দর কষাকষি করে হয়তো ২৫ শতাংশ দিয়ে দেয়। খেলোয়াড়রা বাধ্য হয়ে মেনে নেয়। কিন্তু দোষ তো খেলোয়াড়দের নয়, ওরা তো মাঠে পারফরম্যান্স দিচ্ছে। দায় ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির।’

তিনি আরও বলেন, ‘কেন একজন খেলোয়াড় তার পরিশ্রমের ন্যায্য মূল্য পাবে না? কেন ফ্র্যাঞ্চাইজিরা দর কষাকষি করবে? বিসিবিকে এসব ব্যাপারে আরও কঠোর হতে হবে।’

বিপিএলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। তার মতে, এই সমস্যার স্থায়ী সমাধানে বিসিবির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘আমি আশা করি, দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। এসব ঘটতে থাকলে শুধু বিপিএলের নয়, দেশের ক্রিকেটেরও সম্মানহানি হয়। বিদেশি তারকারা আসতে চায়, কিন্তু এরকম পরিস্থিতিতে তারা পিছিয়ে যাবে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্বচ্ছতা আনতে ড্রাফটের বাইরে যেসব খেলোয়াড় চুক্তিবদ্ধ হন, তাদের জন্য সুনির্দিষ্ট নিয়মের প্রস্তাব দিয়েছেন তিনি।

‘যদি কেউ ড্রাফটের বাইরে চুক্তি করে, তবে সেটির সুনির্দিষ্ট কাগজপত্র থাকা উচিত। একটা কপি খেলোয়াড়ের, একটা বিসিবির, আরেকটি ফ্র্যাঞ্চাইজির কাছে থাকবে। এতে সবাই জানবে কার কত পাওনা। তাহলে এসব ঝামেলা এড়ানো সম্ভব হবে।’

বিপিএলের বিশাল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তামিম, তবে সেটিকে কাজে লাগাতে পেশাদার ব্যবস্থাপনার প্রয়োজন।

‘এই টুর্নামেন্টের ব্যাপক সম্ভাবনা আছে। কিন্তু আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারছি না। এটি শুধুই একটা টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটের ভাবমূর্তির বিষয়ও।’

বিপিএল নিয়ে বিতর্ক নতুন নয়, তবে তামিমের মতো সিনিয়র ক্রিকেটাররা সরব হওয়ায় এবার হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে। এখন দেখার বিষয়, বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো এই সংকট সমাধানে কতটা কার্যকর পদক্ষেপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X