স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

দুবাইয়ের পিচ কেমন হবে, ভারত-বাংলাদেশ ম্যাচে কারা সুবিধা পাবে?

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়ে গিয়েছে। তবে ভারত ও বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে পিচের আচরণ নিয়ে চলছে নানা জল্পনা।

দুবাই স্টেডিয়ামের প্রধান কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি জানিয়েছেন, পিচে থাকবে ধারাবাহিক বাউন্স, ব্যাটাররা সহজেই শট খেলতে পারবেন, তবে বোলারদের জন্যও থাকবে সুযোগ। বিশেষ করে, ২০ ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারতের লড়াইয় এই পিচ কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার বিষয়।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডেরি জানান, কোনো দলই বিশেষ ধরনের পিচ চায়নি, অর্থাৎ দুবাইয়ের স্বাভাবিক উইকেটেই হবে খেলা।

‘আমাদের লক্ষ্য সেরা মানের উইকেট তৈরি করা, যেখানে ধারাবাহিক বাউন্স থাকবে। ব্যাটাররা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে পারে, সেদিকে নজর থাকবে। তবে, বোলারদেরও লেন্থ ঠিক রেখে বল করা লাগবে,’ বলেন স্যান্ডেরি।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপ ‘এ’ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার মধ্যে ভারত-বাংলাদেশ ম্যাচই টুর্নামেন্টের সূচনার মূল আকর্ষণ। দুবাইয়ের পিচের অতীত রেকর্ড বলছে, এখানে উচ্চ-স্কোরের ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি, তবে রাতের দিকে কন্ডিশন বদলে গেলে ব্যাটারদের চ্যালেঞ্জে পড়তে হতে পারে।

রাতের দিকে শিশিরের প্রভাব ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, যা অধিনায়কদের টস নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।

‘শিশির ম্যাচের শেষভাগে ভূমিকা রাখতেই পারে। দুবাই স্টেডিয়ামের ছাদ কাঠামো এমনভাবে তৈরি, যেখানে সূর্যালোক বিভিন্ন সময়ে পিচে পড়ে। ফলে উইকেটের আচরণ ম্যাচের বিভিন্ন পর্যায়ে ভিন্ন হতে পারে,’ বলেন স্যান্ডেরি।

ভারত ২০২২ এশিয়া কাপে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে একবার জিতেছিল, আবার সুপার ফোরে হেরেও গিয়েছিল। তবে এবার ৫০ ওভারের ফরম্যাট হওয়ায় কৌশলগত দিক থেকে ম্যাচ হবে ভিন্ন রকম। বাংলাদেশের স্পিন-নির্ভর আক্রমণ এই উইকেটে কতটা কার্যকর হবে, আর ভারতের ব্যাটাররা কিভাবে সেটাকে সামলাবে, সেটাই দেখার বিষয়।

রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভারত ও বাংলাদেশ মাঠে নামবে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে। দুবাইয়ের উইকেট কি ব্যাটারদের স্বর্গ হয়ে উঠবে, নাকি বোলারদের সুযোগ দেবে? ২০ ফেব্রুয়ারি সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসায়নে নোবেল পেলেন তিনজন

নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

পদ্মায় ইলিশ ধরায় ৯ জে‌লে গ্রেপ্তার

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি, জানালেন আহমাদুল্লাহ

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১১

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

১২

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

১৩

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

১৪

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

১৫

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

১৬

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

১৭

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

১৮

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

১৯

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

২০
X