আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে আগেই। এবার প্রকাশিত হলো ওয়ানডে বিশ্বকাপের জন্য দলগুলোর প্রস্তুতি ম্যাচের সূচি। বুধবার (২৩ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপে খেলা দশ দলের প্রস্তুতিপর্ব। ২৯ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ২ তারিখে খেলবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ বিশ্বকাপ মিশনে রওনা হবে ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তান। প্রোটিয়া ও আফগানদের ম্যাচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম ও পাকিস্তান-কিউইদের ম্যাচটি রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টাইগারদের দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ২ অক্টোবর আগের ম্যাচের ভেন্যুতে ইংলিশদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।
প্রস্তুতি ম্যাচের সূচি-
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা, গুয়াহাটি।
২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ড, হায়দরাবাদ ।
২৯ সেপ্টেম্বর আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, তিরুঅনন্তপুরম।
৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ড, গুয়াহাটি।
৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, তিরুঅনন্তপুরম।
২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড, গুয়াহাটি।
২ অক্টোবর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, তিরুঅনন্তপুরম।
৩ অক্টোবর আফগানিস্তান-শ্রীলংকা, গুয়াহাটি।
৩ অক্টোবর ভারত-নেদারল্যান্ডস, তিরুঅনন্তপুরম।
৩ অক্টোবর পাকিস্তান-অস্ট্রেলিয়া, হায়দরাবাদ।
মন্তব্য করুন