বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত
শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার শ্রেয়াস আইয়ার অবশেষে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে। গত বছর ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার পুনরায় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আইয়ার। অপরদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলির শ্রেণিতেও কোনো পরিবর্তন হচ্ছে না।

২০২৩ সালের ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত থাকার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান। তবে ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ফিরে আসেন আইয়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। পাঁচ ম্যাচে ২৪৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন আইয়ার।

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করা আইয়ার চলতি মৌসুমেও নিজের ব্যাটিং দক্ষতার ছাপ রেখেছেন। রঞ্জি ট্রফির শেষ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৫ ম্যাচে ৪৮০ রান সংগ্রহ করেন, গড় ছিল ৬৮.৫৭ এবং স্ট্রাইক রেট ৯০.২২। এছাড়াও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৯ ম্যাচে ৩৪৫ রান করেন এবং বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ৩২৫ রান করেন আইয়ার।

এদিকে বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলির চুক্তির শ্রেণিতে কোনো পরিবর্তন আসছে না। তারা দুজনেই "এ+" ক্যাটাগরিতেই থাকবেন, যদিও দুজনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সাধারণত "এ+" ক্যাটাগরি সেইসব ক্রিকেটারদের জন্য সংরক্ষিত থাকে, যারা তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।

তবে রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স বিশেষভাবে সমালোচিত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে মাত্র ৯১ রান এবং বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মাত্র ৪২ রান করতে পেরেছেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ইনিংসে মোটে ৩১ রান সংগ্রহ করেছেন, যা তাকে কঠোর সমালোচনার মুখে ফেলেছে।

অন্যদিকে বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল হতাশাজনক। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০ ইনিংসে মাত্র ১৯০ রান করেছেন তিনি, গড় ছিল ২১.৮৩। গত বছরে ৩২ ইনিংসে ৬৫৫ রান করেছেন, যেখানে ছিল মাত্র একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে আইয়ারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা অব্যাহত থাকলেও বোর্ড তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগের মতোই চুক্তি বহাল রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১০

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১১

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১২

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৩

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৪

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৫

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৬

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৭

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৮

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

২০
X