স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৬৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

শেষ বিকেলে বাংলাদেশের পরীক্ষা নিয়েছেন মাসেকেসা। ছবি : সংগৃহীত
শেষ বিকেলে বাংলাদেশের পরীক্ষা নিয়েছেন মাসেকেসা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে দারুণ সূচনা হলেও দ্বিতীয় দিনের শেষ সেশনটা ঠিক স্বস্তির হয়নি বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে বড় লিডের সম্ভাবনা জাগিয়ে শেষ বিকেলে মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। দিনের খেলা শেষ হওয়ার সময় ৭ উইকেটে ২৯১ রান নিয়ে ৬৪ রানের লিডে রয়েছে বাংলাদেশ।

দিনের শুরুতে যেখানে শেষ করেছিল, সেখান থেকেই ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। তবে প্রথম দিন ৯ উইকেটে ২২৭ রান করা সফরকারীরা দ্বিতীয় দিনে আর রান যোগ করতে পারেনি। তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে (৬ উইকেট) ২২৭ রানেই অলআউট হয় তারা।

জবাবে বাংলাদেশ ভালো সূচনা পায় উদ্বোধনী জুটিতে। দলে ফেরা এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম গড়েন ১১৮ রানের পার্টনারশিপ। ২০২২ সালের পর টেস্টে আবারও শতরানের ওপেনিং জুটি পেল টাইগাররা। বিজয় তার ক্যারিয়ারসেরা ৩৯ রান করে এলবিডব্লিউ হন মুজারাবানির বলে। এর আগে টেস্টে কখনও এক ম্যাচে মিলিয়ে ৩০ রানের গণ্ডিও পেরোননি তিনি।

সাদমান অবশ্য ছিলেন দুর্দান্ত ছন্দে। লাঞ্চের আগেই তুলে নেন ফিফটি। এরপর ধারাবাহিকভাবে খেলতে থাকেন দারুণ সব শট। ১৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, আগেরটাও জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল হারারেতে।

তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন সাদমান। কিন্তু চা বিরতির আগে মাসাকাদজার বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন মুমিনুল (৩৩)। পরের ওভারে রায়ান বেনেট এলবিডব্লু করে ফেরান সেঞ্চুরিয়ান সাদমানকেও (১২০)।

এরপর শান্ত (২৩) ও মুশফিকুর রহিম (৪০) মিলে ইনিংস মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। দুর্ভাগ্যজনক রানআউটে ফিরেন মুশফিক। জাকের আলি (৫) ও নাঈম হাসান (৩) দ্রুত ফিরলে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ।

তবে দিনের শেষ ওভারগুলোতে মেহেদী হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম (৫*) ব্যাট হাতে ধৈর্যের পরিচয় দিয়ে আর কোনো বিপর্যয় হতে দেননি।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার ভিনসেন্ট মাসেকেসা, নিয়েছেন ৩ উইকেট।

তৃতীয় দিন সকালেই দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে জিম্বাবুয়ে। তবে মিরাজ-তাইজুল জুটি আর কিছুক্ষণ টিকতে পারলে বাংলাদেশ পাবে আরও মূল্যবান লিড—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

তৃতীয় দিনের সকালের লড়াই এখন ম্যাচের গতিপথ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

১০

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

১১

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

১২

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

১৩

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৪

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১৫

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১৬

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১৭

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১৮

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১৯

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

২০
X