স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের চাপে ভেঙ্গে পড়া নয়, ঘুরে দাঁড়ানোর আশা লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

সমালোচনা, প্রত্যাশা, অফ ফর্ম—এই সবকিছুর মাঝে এবার লিটন দাসের কাঁধে উঠে এসেছে আরও একটি নতুন ভার। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নিজের প্রথম সিরিজের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি জানালেন, নেতৃত্বের এই দায়িত্ব তাকে ভাঙবে না, বরং হতে পারে ঘুরে দাঁড়ানোর এক বড় উপলক্ষ।

‘অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়েছি—হতেই তো পারে, এবার ভালো খেলব। সব কিছুই তো দু’ভাবে হতে পারে,’—মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন লিটন, বেশ স্বচ্ছভাবে।

টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য আশাব্যঞ্জক নয়। শেষ তিন ম্যাচে তার রান যথাক্রমে ০, ৩ ও ১৪, সর্বশেষ ছয় ম্যাচে নেই কোনো ফিফটি। ২০২৫ সালে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি লিটনের। তবে ঘরোয়া ক্রিকেটে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত মিলেছে। বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরি সহ ৩৬৮ রান আর ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ২৩৭ রান করেছেন তিনি।

তবু আন্তর্জাতিক মঞ্চে রান না পাওয়ার খরা নিয়ে লিটনের মনোভাবে নেই হতাশা। বরং, সেটিকে তিনি দেখছেন সম্ভাবনার চোখে, ‘অনেক সময় চেষ্টা করলেও ফল আসে না। কিন্তু এমন সময়ও আসে, যখন একজন ক্রিকেটার দুই-একটা সিরিজে খারাপ খেলে, তারপর কামব্যাক করে। আমিও চাই, আমি যেভাবে খেলি, বাংলাদেশ যেন সেটা থেকে কিছু পায়।’

নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারে তার ভূমিকা নিয়েও তৈরি হয়েছে আলোচনার ঢেউ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আগেই জানিয়েছেন, লিটন হয়তো এবার ইনিংস উদ্বোধনে না নেমে তিন নম্বরে খেলতে পারেন। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে লিটন রাখলেন কৌশলী অবস্থান।

‘এ মুহূর্তে আমি কী চাই, সেটা গুরুত্বপূর্ণ নয়,’ জানিয়ে দিলেন তিনি, ‘আমি চাই দল যাকে যেখানে খেলাবে, সে যেন সেখানে প্রস্তুত থাকে। অবশ্যই এমন হবে না যে আমি গিয়ে সাত নম্বরে ব্যাট করছি—তাহলে দল আমার কাছ থেকে কিছুই পাবে না।’

এই বক্তব্যেই যেন ফুটে উঠছে লিটনের পরিণত চিন্তাধারা। নেতৃত্বের ভার নয়, বরং সেটিকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান তিনি। দায়িত্বের জায়গা থেকে যেন তৈরি হচ্ছেন নতুনভাবে।

অধিনায়ক লিটন এবার ব্যাট হাতেও জবাব দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সামনে নতুন একটি অধ্যায়ের সূচনা—আর সেই পাতার শুরুতে লিখছেন লিটন দাস নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X