স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের চাপে ভেঙ্গে পড়া নয়, ঘুরে দাঁড়ানোর আশা লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

সমালোচনা, প্রত্যাশা, অফ ফর্ম—এই সবকিছুর মাঝে এবার লিটন দাসের কাঁধে উঠে এসেছে আরও একটি নতুন ভার। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নিজের প্রথম সিরিজের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি জানালেন, নেতৃত্বের এই দায়িত্ব তাকে ভাঙবে না, বরং হতে পারে ঘুরে দাঁড়ানোর এক বড় উপলক্ষ।

‘অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়েছি—হতেই তো পারে, এবার ভালো খেলব। সব কিছুই তো দু’ভাবে হতে পারে,’—মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন লিটন, বেশ স্বচ্ছভাবে।

টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য আশাব্যঞ্জক নয়। শেষ তিন ম্যাচে তার রান যথাক্রমে ০, ৩ ও ১৪, সর্বশেষ ছয় ম্যাচে নেই কোনো ফিফটি। ২০২৫ সালে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি লিটনের। তবে ঘরোয়া ক্রিকেটে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত মিলেছে। বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরি সহ ৩৬৮ রান আর ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ২৩৭ রান করেছেন তিনি।

তবু আন্তর্জাতিক মঞ্চে রান না পাওয়ার খরা নিয়ে লিটনের মনোভাবে নেই হতাশা। বরং, সেটিকে তিনি দেখছেন সম্ভাবনার চোখে, ‘অনেক সময় চেষ্টা করলেও ফল আসে না। কিন্তু এমন সময়ও আসে, যখন একজন ক্রিকেটার দুই-একটা সিরিজে খারাপ খেলে, তারপর কামব্যাক করে। আমিও চাই, আমি যেভাবে খেলি, বাংলাদেশ যেন সেটা থেকে কিছু পায়।’

নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারে তার ভূমিকা নিয়েও তৈরি হয়েছে আলোচনার ঢেউ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আগেই জানিয়েছেন, লিটন হয়তো এবার ইনিংস উদ্বোধনে না নেমে তিন নম্বরে খেলতে পারেন। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে লিটন রাখলেন কৌশলী অবস্থান।

‘এ মুহূর্তে আমি কী চাই, সেটা গুরুত্বপূর্ণ নয়,’ জানিয়ে দিলেন তিনি, ‘আমি চাই দল যাকে যেখানে খেলাবে, সে যেন সেখানে প্রস্তুত থাকে। অবশ্যই এমন হবে না যে আমি গিয়ে সাত নম্বরে ব্যাট করছি—তাহলে দল আমার কাছ থেকে কিছুই পাবে না।’

এই বক্তব্যেই যেন ফুটে উঠছে লিটনের পরিণত চিন্তাধারা। নেতৃত্বের ভার নয়, বরং সেটিকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান তিনি। দায়িত্বের জায়গা থেকে যেন তৈরি হচ্ছেন নতুনভাবে।

অধিনায়ক লিটন এবার ব্যাট হাতেও জবাব দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সামনে নতুন একটি অধ্যায়ের সূচনা—আর সেই পাতার শুরুতে লিখছেন লিটন দাস নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

অ্যাকশনএইডে চাকরির সুযোগ

টিভিতে আজকের খেলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন আজ, থাকছে যেসব কর্মসূচি

১৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

অবৈধ পলিথিন কারখানায় অভিযান, কঠোর শাস্তি পেলেন মালিকরা

‎সমুদ্র উপকূলে রহস্যজনক লাশ, পরনে পোলো শার্ট-প্যান্ট

১০

বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

১১

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

১২

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

১৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

১৪

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

১৫

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

১৬

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

১৭

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

১৮

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

১৯

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

২০
X