স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের চাপে ভেঙ্গে পড়া নয়, ঘুরে দাঁড়ানোর আশা লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

সমালোচনা, প্রত্যাশা, অফ ফর্ম—এই সবকিছুর মাঝে এবার লিটন দাসের কাঁধে উঠে এসেছে আরও একটি নতুন ভার। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে নিজের প্রথম সিরিজের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি জানালেন, নেতৃত্বের এই দায়িত্ব তাকে ভাঙবে না, বরং হতে পারে ঘুরে দাঁড়ানোর এক বড় উপলক্ষ।

‘অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়েছি—হতেই তো পারে, এবার ভালো খেলব। সব কিছুই তো দু’ভাবে হতে পারে,’—মিরপুরে সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন লিটন, বেশ স্বচ্ছভাবে।

টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য আশাব্যঞ্জক নয়। শেষ তিন ম্যাচে তার রান যথাক্রমে ০, ৩ ও ১৪, সর্বশেষ ছয় ম্যাচে নেই কোনো ফিফটি। ২০২৫ সালে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি লিটনের। তবে ঘরোয়া ক্রিকেটে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত মিলেছে। বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরি সহ ৩৬৮ রান আর ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ২৩৭ রান করেছেন তিনি।

তবু আন্তর্জাতিক মঞ্চে রান না পাওয়ার খরা নিয়ে লিটনের মনোভাবে নেই হতাশা। বরং, সেটিকে তিনি দেখছেন সম্ভাবনার চোখে, ‘অনেক সময় চেষ্টা করলেও ফল আসে না। কিন্তু এমন সময়ও আসে, যখন একজন ক্রিকেটার দুই-একটা সিরিজে খারাপ খেলে, তারপর কামব্যাক করে। আমিও চাই, আমি যেভাবে খেলি, বাংলাদেশ যেন সেটা থেকে কিছু পায়।’

নেতৃত্বের পাশাপাশি ব্যাটিং অর্ডারে তার ভূমিকা নিয়েও তৈরি হয়েছে আলোচনার ঢেউ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আগেই জানিয়েছেন, লিটন হয়তো এবার ইনিংস উদ্বোধনে না নেমে তিন নম্বরে খেলতে পারেন। তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে লিটন রাখলেন কৌশলী অবস্থান।

‘এ মুহূর্তে আমি কী চাই, সেটা গুরুত্বপূর্ণ নয়,’ জানিয়ে দিলেন তিনি, ‘আমি চাই দল যাকে যেখানে খেলাবে, সে যেন সেখানে প্রস্তুত থাকে। অবশ্যই এমন হবে না যে আমি গিয়ে সাত নম্বরে ব্যাট করছি—তাহলে দল আমার কাছ থেকে কিছুই পাবে না।’

এই বক্তব্যেই যেন ফুটে উঠছে লিটনের পরিণত চিন্তাধারা। নেতৃত্বের ভার নয়, বরং সেটিকে সুযোগ হিসেবে নিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান তিনি। দায়িত্বের জায়গা থেকে যেন তৈরি হচ্ছেন নতুনভাবে।

অধিনায়ক লিটন এবার ব্যাট হাতেও জবাব দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সামনে নতুন একটি অধ্যায়ের সূচনা—আর সেই পাতার শুরুতে লিখছেন লিটন দাস নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

১০

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১১

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১২

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

১৩

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১৪

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

১৫

বগুড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

১৬

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলেন বাবা-মা

১৭

তেল কম দেওয়ায় পেট্রল পাম্প সিলগালা করে দিল বিএসটিআই

১৮

জুলাই আন্দোলনে আহত তালিকায় ছাত্রলীগ কর্মী

১৯

পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সড়ক অবরোধ

২০
X