বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। দলটি শহীদ রাতুল একাদশকে ৯ উইকেটে হারিয়েছে। বিজয়ী দলের অলরাউন্ডার আল-আমিন ম্যাচ সেরা এবং আসর সেরা হয়েছেন।
শহীদ চান্দু স্টেডিয়ামে ফাইনালে রাতুল একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৭১ রান করে। স্মরণ সর্বোচ্চ ৩৫ রান করেন। শিমুল একাদশের আল-আমিন ৭ রানে ৩ উইকেট নেন। জবাবে শিমুল একাদশ ৭.৩ ওভারে ১ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। আল-আমিন অপরাজিত ৩০ রান করেন। রিয়াদ করেন অপরাজিত ২৩ রান। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল।
মন্তব্য করুন