স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে খেলতে সাকিবদের সামনে জটিল সমীকরণ!

জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ  ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শ্রীলংকার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’

শান্তর এই কথায় পরিষ্কার, সুপার ফোর নিয়ে ভাবছেন না তিনি। কিন্তু এরই মধ্যে অঙ্ক কষতে বসেছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে সুপার ফোরে খেলার সমীকরণ অনেক জটিল করে ফেলেছে বাংলাদেশ দল।

টাইগারদের জন্য সবচেয়ে বড় শর্ত, আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটা অবশ্যই জিততে হবে। একই সঙ্গে আরও কিছু শর্ত পূরণ করেই জিততে হবে। শুক্রবার শ্রীলঙ্কা থেকে গ্রুপপর্বেরে শেষ ম্যাচের ভেন্যু পাকিস্তানের লাহোরে যাওয়া কথা বাংলাদেশ দলের।

আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এমন ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আফগানদের বিপক্ষে নামার জন্য কতটা প্রস্তত থাকবে বাংলাদেশ তা নিয়েই আছে সন্দেহ! তার ওপর নামতে হবে জটিল সমীকরণের খড়্‌গ মাথায় নিয়ে।

পাল্লেকেলেতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে, ৫ উইকেট হারালেও ১১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। এমন হার সুপার ফোর পর্বে যাওয়ার সমীকরণ জটিল থেকে জটিলতর করে তুলেছে টাইগারদের জন্য।

স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জাগছে, আফগানদের বিপক্ষে জিতলে রক্ষা পাবে বাংলাদেশ দল। নাকি পড়তে হবে অনেক যদি, কিন্তুর মারপ্যাঁচে। দুই গ্রুপ থেকে সুপার ফোরে যাবে দুটি করে দল। গ্রুপ-বি থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারালেই চলবে না, জয়টা পেতে হবে অনেক বড় ব্যবধানে।

গ্রুপের তিন দল একটি করে ম্যাচ জিতলে, পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। আর এশিয়া কাপের প্রথম ম্যাচের পর সেখানেই পিছিয়ে গেছে টিম টাইগারর্স। অনেক সেরা চারও অনেকটা অনিশ্চিত হাথুরুসিংহের শিষ্যদের জন্য।

সুপার ফোরে খেলতে বাংলাদেশের সমীকরণ হচ্ছে আফগানিস্তানকে হারাতে হবে এবং শ্রীলঙ্কার কাছেও রশিদ-মুজিবদের হারতে হবে। তাহলে আর কোনো সমীকরণে ছাড়াই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত আফগানরা। এশিয়া কাপের আগে বাবর-শাহীনদের বিরুদ্ধে সিরিজ খেলেছে তারা। এ ছাড়া দেশে মাটিতে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এখন প্রশ্ন হচ্ছে চোটে জর্জরিত শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে এমন লজ্জাজনক হারের পর পূর্ণশক্তির আফগানদের আদৌ হারাতে পারবেন তো সাকিব-মিরাজরা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X