স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে খেলতে সাকিবদের সামনে জটিল সমীকরণ!

জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ  ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শ্রীলংকার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সুপার ফোরে খেলার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’

শান্তর এই কথায় পরিষ্কার, সুপার ফোর নিয়ে ভাবছেন না তিনি। কিন্তু এরই মধ্যে অঙ্ক কষতে বসেছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে সুপার ফোরে খেলার সমীকরণ অনেক জটিল করে ফেলেছে বাংলাদেশ দল।

টাইগারদের জন্য সবচেয়ে বড় শর্ত, আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটা অবশ্যই জিততে হবে। একই সঙ্গে আরও কিছু শর্ত পূরণ করেই জিততে হবে। শুক্রবার শ্রীলঙ্কা থেকে গ্রুপপর্বেরে শেষ ম্যাচের ভেন্যু পাকিস্তানের লাহোরে যাওয়া কথা বাংলাদেশ দলের।

আগামী ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এমন ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আফগানদের বিপক্ষে নামার জন্য কতটা প্রস্তত থাকবে বাংলাদেশ তা নিয়েই আছে সন্দেহ! তার ওপর নামতে হবে জটিল সমীকরণের খড়্‌গ মাথায় নিয়ে।

পাল্লেকেলেতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অন্যদিকে, ৫ উইকেট হারালেও ১১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। এমন হার সুপার ফোর পর্বে যাওয়ার সমীকরণ জটিল থেকে জটিলতর করে তুলেছে টাইগারদের জন্য।

স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জাগছে, আফগানদের বিপক্ষে জিতলে রক্ষা পাবে বাংলাদেশ দল। নাকি পড়তে হবে অনেক যদি, কিন্তুর মারপ্যাঁচে। দুই গ্রুপ থেকে সুপার ফোরে যাবে দুটি করে দল। গ্রুপ-বি থেকে সেরা চারে যেতে হলে আফগানদের হারালেই চলবে না, জয়টা পেতে হবে অনেক বড় ব্যবধানে।

গ্রুপের তিন দল একটি করে ম্যাচ জিতলে, পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রানরেট। আর এশিয়া কাপের প্রথম ম্যাচের পর সেখানেই পিছিয়ে গেছে টিম টাইগারর্স। অনেক সেরা চারও অনেকটা অনিশ্চিত হাথুরুসিংহের শিষ্যদের জন্য।

সুপার ফোরে খেলতে বাংলাদেশের সমীকরণ হচ্ছে আফগানিস্তানকে হারাতে হবে এবং শ্রীলঙ্কার কাছেও রশিদ-মুজিবদের হারতে হবে। তাহলে আর কোনো সমীকরণে ছাড়াই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত আফগানরা। এশিয়া কাপের আগে বাবর-শাহীনদের বিরুদ্ধে সিরিজ খেলেছে তারা। এ ছাড়া দেশে মাটিতে আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এখন প্রশ্ন হচ্ছে চোটে জর্জরিত শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে এমন লজ্জাজনক হারের পর পূর্ণশক্তির আফগানদের আদৌ হারাতে পারবেন তো সাকিব-মিরাজরা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১০

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১১

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১২

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

১৩

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১৪

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

১৫

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

১৬

বাবার ঋণের দায়ে ছেলেকে অপহরণ, স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীর

১৭

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে জামায়াতের বৈঠক

১৮

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৯

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২০
X