ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জয়ের পর হাত মেলাচ্ছেন  বাংলাদেশের মুশফিক ও শ্রীলঙ্কার আশালঙ্কা। ছবি : সংগৃহীত
জয়ের পর হাত মেলাচ্ছেন বাংলাদেশের মুশফিক ও শ্রীলঙ্কার আশালঙ্কা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ মিশনের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছেন সাকিব আল হাসানরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। বাংলাদেশের হয়ে যা একটু লড়াই করেছেন বোলাররা।

বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের জবাবে ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানের মাথায় দিমুথ করুণারত্নের স্টাম্প উড়িয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারে শরীফুলের বলে ১৪ রান করা নিশাঙ্কা তালুবন্দি হন মুশফিকের। দলীয় ৪৩ রানের মাথায় লঙ্কান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক। কুশাল মেন্ডিসকে ৫ রানে বোল্ড করেন সাকিব।

চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমা ও আশালঙ্কা মিলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১২১ রানের মাথায় সামারাবিক্রমাকে স্টাম্পিংয়ে সাজঘরে ফেরান মেহেদী হাসান। সাত রান পরেই লঙ্কান শিবিরে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন সাকিব। ২ রান নিয়ে খেলতে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন বাহাতি এই স্পিনার।বাকি পথটুকু আশালঙ্কা ও অধিনায়ক শানাকা বিপদ ছাড়াই পাড়ি দেন। ফিফটি তুলে আশালঙ্কা অপরাজিত থাকেন ৬২ রানে এবং শানাকা ১৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, শরীফুল ও একটি করে উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ২৫ রানের মাথায় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন এই ওপেনার। এরপর ব্যক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে পরিণত হন সাকিব।

৩৬ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন শান্ত। ৯৫ রানের সময় দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে দাসুন শানাকার শিকার হন হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে পঞ্চম জুটিতে ৩২ রান সংগ্রহ করেন শান্ত। তবে পাথারিনাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসানরা সঙ্গ দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটার হিসেবে ৮৯ রানে শান্ত ফিরলে বাকি দুই রান তুলতে তাসকিন ও মুস্তাফিজকে হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাথারিনা চারটি, থিকসানা দুটি এবং ধনাঞ্জয়া, শানাকা ও ওয়াল্লাগে একটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

হাসপাতালের উদ্দেশে খালেদা জিয়া

খামেনিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্র, অভিযোগ দুই দেশের বিরুদ্ধে

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

টেস্ট জয়ের পরও বাংলাদেশের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিখোঁজ

হাসিনা-কামালকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

১০

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১১

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

১৩

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

১৪

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখুন

১৫

যে ৮ লক্ষণে বুঝবেন তিনি এখনো আপনাকে ভুলতে পারেননি

১৬

ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে পরিকল্পনা জানালেন তারেক রহমান

১৭

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

১৮

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

১৯

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

২০
X