স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ হতেই অধিনায়কত্বের মুকুট খুলে রাখলেন নাজমুল হোসেন শান্ত। আগেই টি-টোয়েন্টি এবং ওয়ানডে নেতৃত্ব হারানো এই ব্যাটার এবার নিজেই সরে দাঁড়ালেন লাল বলের ক্রিকেট থেকেও। তবে তার এই সিদ্ধান্ত বিসিবির জন্য যে চমক হয়ে এসেছে, তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম।

নাজমুলের এই হঠাৎ সিদ্ধান্তে বিস্মিত আমিনুল বলেন, ‘সিরিজের মাঝপথে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু চিন্তা করা উচিত ছিল। দেশের বাইরে তো পুরো দল খেলছে, এ ধরনের ঘোষণা দলের ওপর প্রভাব ফেলে। আমার মনে হয়, একজন অধিনায়ক হিসেবে আগে দলকে প্রাধান্য দেওয়া উচিত।’

বিসিবি সভাপতি আরও জানান, কিছুটা ‘উড়ো খবর’ হিসেবে শুনেছিলেন নাজমুল টেস্ট নেতৃত্ব ছাড়তে চাইছেন। এ জন্যই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমকে কলম্বোতে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল তিন সংস্করণের তিন অধিনায়কের সঙ্গে বসে বিষয়টি খোলাসা করা। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক আর হয়নি।

অবাক করা বিষয় হলো, ফাহিম নিজেই গণমাধ্যম থেকে নাজমুলের পদত্যাগের খবর জানতে পারেন! একইভাবে বিসিবি সভাপতিও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আগে থেকে জানতেন না।

শান্ত অবশ্য বলছেন, একাধিক অধিনায়কের উপস্থিতি দলের পরিবেশের জন্য ইতিবাচক নয়। তবে আমিনুলের মতে, ‘এই সিদ্ধান্ত বোর্ডের সম্মিলিত, একক কোনো ব্যক্তি বা সভাপতির নয়।’

বর্তমানে লঙ্কা সিরিজের মাঝপথে এই ইস্যু নিয়ে বড় কোনো সিদ্ধান্তে যেতে চান না সভাপতি। তবে শ্রীলঙ্কা সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই সব অধিনায়ক এবং বোর্ড কর্মকর্তাদের নিয়ে বসার ঘোষণা দিয়েছেন তিনি।

অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকদের মতে, হঠাৎ করে টেস্ট নেতৃত্ব ছাড়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্নও উঠছে।

সব মিলিয়ে বলা যায়, শান্তর এই পদক্ষেপ কেবল তার নিজের জন্য নয়, পুরো দলের জন্যও একটি বড় ধাক্কা। সামনে কী অপেক্ষা করছে, তা সময়ই বলবে। তবে বোর্ড সভাপতির কণ্ঠে আক্ষেপের সুরই হয়তো বলে দিচ্ছে, এত তাড়াহুড়ো না করে নাজমুল আরও কিছুটা ভেবে দেখতেই পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন না, তিনি খুলনার অতিথি : আন্দোলনকারী

জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা পোস্টার সরাচ্ছে ছাত্রদল

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ, বছরে মৃত্যু ৩৫০

নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলি

ইনশাআল্লাহ, এনসিপি সরকার গঠন করবে : নাসীরুদ্দীন

ক্লাব বিশ্বকাপকে ফুটবলের সবচেয়ে বাজে আইডিয়া বললেন ক্লপ!

নীলফামারীতে আটক কুমিল্লার ২ সাংবাদিক

মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে

হাসপাতালে ব্যালন ডি’অর জয়ী বোনমাতি!

১০

পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চান না, জানালেন সালাহউদ্দিন

১১

ফ্যাসিস্ট আ.লীগের এ দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : ফরিদুজ্জামান

১২

শেফালির মৃত্যুতে শোকাহত নিরব

১৩

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৩২ জনের প্রাণহানি

১৪

‘ঐকমত্য কীভাবে হবে’, প্রশ্ন সালাহউদ্দিনের

১৫

ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

১৬

চার তরুণ মেধাবী প্রকৌশলী পেলেন মর্যাদাপূর্ণ ‘ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড ২০২৪’

১৭

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব : হাসনাত

১৮

গোলাপজল দিয়ে গোসল করে আ.লীগ না করার ঘোষণা

১৯

আশাশুনিতে গ্রিল কেটে লাইসেন্সকৃত বন্দুক চুরি

২০
X