টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর, এবার টি-টোয়েন্টিতেও জয় দিয়ে যাত্রা শুরু করল অস্ট্রেলিয়া। জ্যামাইকার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়ে নতুন সিরিজে শুভ সূচনা করল সফরকারীরা।
ম্যাচের মূল নায়ক ছিলেন অভিষিক্ত মিচেল ওয়েন। মাত্র ২৭ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসে ছয়টি ছক্কা হাঁকান এই তরুণ, সঙ্গে বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। তাকে সমানতালে সঙ্গ দেন ক্যামেরন গ্রিন, যিনি খেলেন ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করে দুর্দান্তভাবে। ব্র্যান্ডন কিং ও শাই হোপ প্রথম তিন ওভারে চারটি করে বাউন্ডারি হাঁকিয়ে দেখিয়ে দেন তাদের ইচ্ছা। তবে স্পিনার কুপার কনোলি কিংকে স্টাম্পিংয়ে ফেরালে ছন্দে ভাটা পড়ে। তবুও রোস্টন চেজের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লে শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৫৬/১।
চেজ অন্য প্রান্তে ঝড় অব্যাহত রাখেন, ২৬ বলে ফিফটি তুলে নিয়ে কনোলি ও অ্যাবটকে তুলোধুনো করেন। হোপও তুলে নেন ৩৯ বলে অর্ধশতক। তবে ১৮তম ওভারে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বেঞ্চ ডওয়ারশুইস মাত্র চার বলেই তুলে নেন আন্দ্রে রাসেল, শারফেন রাদারফোর্ড ও জেসন হোল্ডারের উইকেট। শেষ ওভারে হেটমায়ারকেও ফিরিয়ে ১৮৯ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
চলতি সিরিজে বিদায়ী ম্যাচ খেলতে নামা আন্দ্রে রাসেল তার দ্বিতীয় ওভারে ২০ রান দিয়ে অস্ট্রেলিয়াকে ছন্দে ফেরত আনার সুযোগ করে দেন। মার্শ ও ইংলিস পরে আউট হলেও ক্যামেরন গ্রিন ও মিচেল ওয়েন ৪০ বলে গড়ে তোলেন ৮০ রানের ম্যাচ ঘুরিয়ে দেওয়া জুটি।
ওয়েনের ব্যাটে ছক্কার বৃষ্টি নামে, বিশেষ করে হোসেইনের ওভারে টানা তিনটি বিশাল ছক্কায় মাঠ ছাড়িয়ে বল চলে যায় দর্শক গ্যালারির বাইরে। গ্রিনও পিছিয়ে ছিলেন না; হোল্ডারকে ছক্কা-চারে পিটিয়ে মাত্র ২৫ বলে ফিফটি করে ফেলেন।
শেষদিকে ওয়েন ও কনোলির ছোট ইনিংস ম্যাচ সহজ করে দেয়। যদিও শেষ দিকে কয়েকটি উইকেট পড়ে উত্তেজনা কিছুটা বাড়ে, তবে অ্যাবট ও ডওয়ারশুইস মিলে ম্যাচ জয় নিশ্চিত করেন ১৮.৫ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৮৯/৮ (চেজ ৬০, হোপ ৫৫; ডওয়ারশুইস ৪/৩৬)
অস্ট্রেলিয়া: ১৯০/৭, ১৮.৫ ওভারে (গ্রিন ৫১, ওয়েন ৫০; মটি ২/২৯)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
মন্তব্য করুন