স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি আবারও বাদ পড়লেন জাতীয় দল থেকে। চলতি বছরের এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তো নেই-ই, এমনকি রিজার্ভ তালিকাতেও জায়গা পাননি তিনি। অথচ ৩৫ বছর বয়সী এই পেসার জানালেন, তিনি ফিট আছেন এবং বৃহস্পতিবার থেকেই খেলতে নামবেন দুলীপ ট্রফিতে।

আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ৯ ম্যাচে ৬ উইকেট পান শামি, ইকোনমি রেট ছিল ১১.২৩। এমন ব্যর্থতার কারণে কয়েক ম্যাচে বেঞ্চেও বসে থাকতে হয়েছিল তাকে। এরপর থেকেই তার ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে, আর নির্বাচকরা এশিয়া কাপের জন্য তাকেই বাদ দিয়ে বেছে নেন তিনজন পেসারকে, যাদের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ।

তবে শামি পরিষ্কার জানালেন, ফিটনেস কোনো সমস্যা নয়। তিনি বলেন, ‘আমি কোনো অভিযোগ করছি না। যদি মনে হয় আমি দলে থাকার যোগ্য, তাহলে আমাকে নিন; না হলে বাদ দিন। তবে যদি দুলীপ ট্রফি খেলতে পারি, তাহলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব না কেন?’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে দলে রাখা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া সফরেও ফিটনেস সমস্যার কারণে ছিলেন বাইরে। তবুও শামি দাবি করেন, সম্প্রতি বেঙ্গালুরুর এনসিএতে তিনি সফলভাবে ব্রঙ্কো ফিটনেস টেস্ট পাস করেছেন। ‘আসলে এখন জাতীয় দলে ফেরার তেমন আশা নেই। যদি সুযোগ পাই, আমি ১০০ শতাংশ দেব। না খেলালে সেটা আমার হাতে নেই। তবে আমি ফিট আছি, দুলীপ ট্রফি খেলতে নামছি মানে আমি সব ফরম্যাটেই প্রস্তুত।’ — যোগ করেন তিনি।

শামির লক্ষ্য এখন দুলীপ ট্রফিতে নিজের সামর্থ্য প্রমাণ করা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আছে, সেখানে আবারও নির্বাচকদের নজর কাড়তে পারলে হয়তো ফিরতে পারেন জাতীয় দলে। তবে অভিজ্ঞ এই পেসারের গলায় হতাশার সুর— জাতীয় দলে ফেরার স্বপ্ন যেন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

যশোরে বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আজ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র তুলবেন যেভাবে

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকার বাতাসের অবস্থান কত

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ইসরায়েলিকে হত্যা, আহত ৬

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ব্যাংক

১০

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

১১

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখেছেন তারেক রহমান

১২

গ্র্যাচুইটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরি

১৩

বিপিএলসহ টিভিতে যত খেলা

১৪

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে : কিম জং উন

১৫

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল

১৬

মাদক বা জুয়ার আসক্তির মতোই সোশ্যাল মিডিয়া, কঠোর নিউইয়র্ক

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা দাবি, ৩ জনকে পিটুনি 

১৯

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

২০
X