ভারত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে ঘরের মাঠে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ধোনির সেই ছক্কা আছড়ে পড়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দুটি চেয়ারের ওপর। সেই দুটি চেয়ার নিলামে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।
এ নিয়ে টুইটারে (এখন এক্স) টুইট করেছে এমসিএ। যেখানে এই ক্রিকেট সংস্থা উল্লেখ করেছে, ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল… সেই মুহূর্তকে মনে রেখে যে চেয়ারে ধোনির মারা বল পড়েছিল, সেই চেয়ার দুটো নিলাম করবে এমসিএ।’
ভারত প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে লর্ডসে কপিল দেবের নেতৃত্বে। এরপর দীর্ঘ খরার পর ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বজয়ের স্বাদ পায় ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ভারত জিতেছিল ৬ উইকেটে, ১০ বল হাতে রেখে।
লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৪ রানে তিন উইকেট হারানো ভারতকে কক্ষপথে রাখেন গৌতম গম্ভীর ও অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ৯৭ রানে গম্ভীর আউট হলেও ৯১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ধোনি।
ধোনির ফিনিশিং ছিল দেখার মতো। ১২ বলে ভারতের দরকার তখন ৫ রান। ৪৯তম ওভারে কুলাসেকারার প্রথম বলে এক রান নেন যুবরাজ সিং। দ্বিতীয় বলেই দৃষ্টিনন্দন ছক্কা হাকিয়ে দলকে বিশ্বজয়ের আনন্দে মাতান ধোনি। সেই ছক্কাটি আছড়ে পড়েছিল গ্যালারির দুটি চেয়ারে। ধোনির কারণে সেই চেয়ার আজ উঠেছে নিলামে।
মন্তব্য করুন