

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।
ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হারের পর টিম হোটেলে সময় পার করে লিটন দাস, তাওহীদ হৃদয়রা। অন্যদিকে, এক ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটারকে মঙ্গলবারও (২৮ অক্টোবর) অনুশীলন করতে দেখা গেছে। ক্যারিবীয় ৬ ক্রিকেটার সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন।
সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি অনলাইনেও দেখার ব্যবস্থা রয়েছে। যে কোনো জায়গা থেকে মোবাইলে ম্যাচটি দেখা ট্যাপম্যাডে। এ ছাড়া বিভিন্ন আনঅফিসিয়াল আ্যপসের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করা যাবে। যদিও সেগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা কিছু হলেও থেকেই যায়।
মন্তব্য করুন