এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্টের সুপার ফোরের লড়াইয়ে টানা দুই হারে দুঃসংবাদ শুনেছে টিম টাইগার্স। লাল-সবুজদের ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে। একধাপ অবনমন হয়েছে সাকিব আল হাসানের দলের।
বাংলাদেশকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বর অবস্থানে উঠে এসেছে এশিয়া কাপের সহআয়োজক শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯৩। অন্যদিকে র্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ৩২ ম্যাচে ৯২ রেটিং পয়েন্ট।
আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। গতকাল রাতে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। পঞ্চাশ ওভারের সংস্করণে শীর্ষে অবস্থান করা পাকিস্তান দুই ধাপ নিচে নেমে গেছে। তারা ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে।
পাকিস্তানের কাছে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়া নিজেদের রাজত্ব পুনরুদ্ধার করেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অজিরা। বর্তমানে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬।
মন্তব্য করুন