এশিয়া কাপে সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। টস হেরে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখাচ্ছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের অর্ধশতকে দলীয় শতক পার করেছে টিম টাইগার।
তিনি যখন ক্রিজে আসেন তখন দল ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে। সাকিব ক্রিজে আসার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর চাপে পড়া বাংলাদেশকে পথ দেখাতে থাকেন সাকিব। প্রথমে মিরাজকে নিয়ে এবং পড়ে তাওহিদকে নিয়ে দলের হাল ধরেন। প্রত্যেকটি বল তিনি খেলেছেন মেরিট বুঝে। মারার বল হলে মেরেছেন না হয় ঠেকিয়েছেন।
এরমধ্যেই ২৬তম ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি সাকিবের ৫৫তম ফিফটি। মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করা সাকিব দুই বল পর হাঁকান আরও একটি ছক্কা।
৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬০/৪। সাকিব ৮০ ও হৃদয় ৪০ রান নিয়ে ব্যাট করছেন।
মন্তব্য করুন