স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চারদিনের পুরো নাটকীয়তা যেন ছিল একতরফা—ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দাপট দেখিয়ে সিরিজে হোয়াইটওয়াশ করার একদম কাছাকাছি। ২-০–এর নিখুঁত ক্লিন–সুইপ এখন আর মাত্র চারটি উইকেটের দূরত্বে।

চতুর্থ দিন সকালে ৩৬৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্রুতই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমান ইসলামকে এলবিডব্লিউ করেন অ্যান্ডি ম্যাকব্রিন, আর পাঁচ বল পরই নাজমুল হোসেন শান্ত গালিতে ক্যাচ দেন জর্ডান নিলের বাউন্সারে।

কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের গতি। মমিনুল হক (৮৭) এবং মুশফিকুর রহিম (৫৩)* জুটিতে যোগ করেন ১২৩ রান, আর তাতেই নিয়ন্ত্রণ ফিরে পেয়ে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলাদেশ।

মমিনুল নিজের ২৫তম টেস্ট ফিফটি পূর্ণ করেন—এই সিরিজে তার তৃতীয়—নামিয়ে আনেন পুরো ইনিংসে প্রয়োজনীয় স্থিরতা। অপরপ্রান্তে মুশফিক খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে, ম্যাকব্রিনকে টেনে মারেন দুর্দান্ত এক ছক্কা। লাঞ্চের আগেই যোগ হয় আরও ১২৪ রান, লিড ফুলে ওঠে ৪৯১–এ।

বিকেলের প্রথম সেশনে নিজের ২৮তম ফিফটি ছোঁয়ার পরও আক্রমণ চালিয়ে যান মুশফিক। কিন্তু মোমিনুল কভার-এ ক্যাচ দিলে আর বাড়ায়নি বাংলাদেশ; তৎক্ষণাৎ ঘোষণা করা হয় ইনিংস। আয়ারল্যান্ডের সামনে দাঁড়ায় প্রায় অবাস্তব ৫০৯ রানের লক্ষ্য।

টার্গেট তাড়া করতে নেমে অল্প সময়েই ব্যাকফুটে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউ করে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট–শিকারি হিসেবে নতুন ইতিহাস গড়েন তাইজুল ইসলাম। পল স্টার্লিং শুরুতে দুটো বাউন্ডারি মেরে আগ্রাসী হলেও পরক্ষণেই শর্ট–লেগে ক্যাচ দেন, তাইজুলের অফ-স্টাম্পে টার্ন করা বল বুঝতেই পারেননি।

কেড কারমাইকেল ও হ্যারি টেক্টরের ৫০ রানের জুটি ম্যাচকে সামান্য দীর্ঘায়িত করলেও দীর্ঘস্থায়ী হয়নি সেটা। বোলিংয়ে এসেই প্রথম বলেই কারমাইকেলকে এলবিডব্লিউ করেন হাসান মুরাদ—ডানহাতি ব্যাটারের ব্যাট-প্যাড চেপে যাওয়া সেই স্লাইডার আঘাত করেছিল মাঝখানের গর্তে।

টেক্টর এরপরও নিজের লড়াই চালিয়ে যান, তুলে নেন লড়াকু এক ফিফটি। কিন্তু মুরাদেরই ঢিলেঢালা এক ডেলিভারিকে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন।

লরকান টাকারকে টাইট লাইনে ফেরান খালেদ আহমেদ, আর স্টিফেন ডোহেনি—যাকে শুরুতে এবাদত মিস করেছিলেন ডিপে—শেষ পর্যন্ত তাইজুলের তৃতীয় শিকার হন।

দিনের খেলা শেষের দুই ওভার বাকি থাকতেই আলো কমে আসে, আম্পায়াররা খেলা বন্ধ করে দেন। আয়ারল্যান্ড তখন ১৭৬/৬, বাংলাদেশের জয়ের জন্য বাকি মাত্র ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৭৬ & ২৯৭/৪ ঘোষণা (মমিনুল ৮৭; গ্যাভিন হোয়ে ২/৮৪) আয়ারল্যান্ড: ২৬৫ & ১৭৬/৬ (টেক্টর ৫০; তাইজুল ৩/৫৫) লিড: বাংলাদেশ এগিয়ে ৩৩২ রানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১০

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১১

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১২

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১৩

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

১৪

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

১৫

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

১৬

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১৭

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১৮

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১৯

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

২০
X