

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষ হয়েছে অর্থের ঝনঝনানির মধ্য দিয়ে। সবাইকে চমকে দিয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলের ১২তম আসরের নিলামে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৪১৫ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। নিলামে দেশি ১৫৮ জনের বিপরীতে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৮৭ জন। তাদের মধ্য থেকে নিজেদের পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
দেশি ক্যাটাগরিতে সবচেয়ে ভালো দল গড়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। তুলনামূলক ভালো বিদেশি ক্রিকেটার কিনেছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস।
একনজরে বিপিএল নিলামের শীর্ষ ১০ দেশি দামি ক্রিকেটার
১. মোহাম্মদ নাঈম শেখ - ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস) ২. তাওহীদ হৃদয় - ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স) ৩. লিটন দাস - ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স) ৪. মোহাম্মদ সাইফউদ্দিন - ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) ৫. তানজিম হাসান সাকিব - ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স) ৬. নাহিদ রানা - ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স) ৭. শামীম হোসেন পাটোয়ারী - ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) ৮. মোহাম্মদ মিঠুন - ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস) ৯. হাবিবুর রহমান সোহান - ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস) ১০. সৈয়দ খালেদ আহমেদ - ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)
মন্তব্য করুন