স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন-নাহিদদের বুমরা-আফ্রিদির কাতারেই দেখেন শোয়েব আখতার

শোয়েব আখতার। ছবি : সংগৃহীত
শোয়েব আখতার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং— যেটা একসময় ছিল সবচেয়ে বড় দুর্বলতা, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। আর সেই আলোচনায় যদি উচ্চারিত হয় জাসপ্রিত বুমরা কিংবা শাহিন শাহ আফ্রিদির নামের পাশে তাসকিন আহমেদ ও নাহিদ রানার নাম, তাহলে গুরুত্বটা আলাদা করে বোঝানোর কিছু থাকে না। ঠিক এমন তুলনাই টেনে বাংলাদেশের তরুণ পেসারদের নিয়ে বড় আশাবাদের কথা শোনালেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসে বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে হাজির হন শোয়েব। প্রশ্নোত্তরের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের পেস আক্রমণ। সেখানে তাসকিন আহমেদকে সবার আগে সামনে এনে শোয়েব বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের পেস বোলিং যে জায়গায় দাঁড়িয়ে, তা আন্তর্জাতিক মানের।

শোয়েবের চোখে তাসকিনের সবচেয়ে বড় শক্তি তার মানসিকতা। তার ভাষায়, তাসকিন নিজেকে উজাড় করে দিচ্ছে, বোলিংয়ে তীক্ষ্ণতা আছে, মনোযোগ আছে, যা একজন ফাস্ট বোলারের জন্য সবচেয়ে জরুরি। একই সঙ্গে নাহিদ রানাকেও দেখছেন সম্ভাবনার বড় ঠিকানায়। শোয়েব মনে করেন, সঠিক প্রশিক্ষণ ও শরীরের যত্ন নিতে পারলে নাহিদ বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন হতে পারেন।

নাহিদ রানাকে উদ্দেশ করে শোয়েবের পরামর্শ ছিল স্পষ্ট— ফাস্ট বোলিং মানেই শরীরের ওপর প্রচণ্ড চাপ। সেই চাপ নিতে হলে শক্ত পেশি, উচ্চমাত্রার অনুশীলন এবং গতি ধরে রাখার মানসিকতা অপরিহার্য। শোয়েব বলেন, এসব জায়গায় উন্নতি করতে পারলে নাহিদ অনেক দূর যেতে পারবে। আর তাসকিনের মধ্যে এই গুণগুলো তিনি ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন।

তাসকিনকে দক্ষিণ এশিয়ার সেরা পেসারদের কাতারে দেখেন কি না— এমন প্রশ্নে শোয়েবের উত্তর ছিল আরও তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি বলেন, বুমরা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের কাতারেই তাসকিন ও নাহিদকে দেখছেন তিনি। পাকিস্তানের সাবেক এই গতিদানবের এমন মন্তব্য বাংলাদেশের পেস বোলিংয়ের অগ্রগতিরই প্রতিচ্ছবি।

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আশাবাদী শোয়েব। তার মতে, এই পেস ব্যাটারি বিশ্বকাপে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ বড় কিছু করে দেখানোর সক্ষমতা রাখে, যদি নিজেদের ওপর বিশ্বাসটা ধরে রাখতে পারে।

শুধু বোলার নয়, ব্যাটিং লাইনআপেও শোয়েবের নজর আছে। লিটন দাসের ব্যাটিং তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। পাকিস্তান সফরে বাংলাদেশের পারফরম্যান্স তিনি কাছ থেকে দেখেছেন এবং মনে করেন, এই দলটির ভেতরে ‘ম্যাজিক’ দেখানোর সামর্থ্য আছে।

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের প্রশংসাও করেছেন শোয়েব। তার মতে, টেইট এই দায়িত্বের জন্য আদর্শ মানুষ। ভবিষ্যতে নিজে কোচিংয়ে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ না করলেও শোয়েব পরিষ্কার করে দেন— এই মুহূর্তে শন টেইটের অধীনেই বাংলাদেশের পেসারদের কাজ চালিয়ে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

অপারেশন ও রক্ষণাবেক্ষণ শিখতে রাষ্ট্রীয় খরচে বিদেশে যাচ্ছেন রেলের কর্মকর্তারা!

১১

৫ নেতার বিষয়ে সিদ্ধান্ত নিল বিএনপি

১২

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে বিএনপি : মির্জা ফখরুল

১৩

বাবার বাড়ি যাওয়া হলো না নীরা বেগমের

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টার সংঘর্ষ

১৫

বিগ ব্যাশে শাহীন আফ্রিদির দুঃস্বপ্নের অভিষেক

১৬

ফয়সালের সঙ্গে ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যায় টাকা দেবে জানিয়েছিল : আদালতকে বান্ধবী 

১৭

বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৮

পদ্মার ১৫ কেজির কাতল ২৬ হাজার টাকায় বিক্রি

১৯

শাকসুতে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’, লড়বেন ১৭ প্রার্থী

২০
X