ইংল্যান্ড-নিউজিল্যান্ড মহারণ দিয়ে মাঠে গড়িয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান। হায়দ্রাবাদে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবারের বিশ্বকাপে সবশেষ দল হিসেবে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডস।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ডাচ অধিনায়ক স্কট স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
শুরুতে ব্যাটিং করার বিষয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, আমরা ব্যাট হাতে সর্বোচ্চ চেষ্টা করব। ২৯০ থেকে ৩০০ প্লাস রান করার চেষ্টা করব। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড জানিয়েছেন, ফ্লাড লাইনের নিচে ব্যাটিং করা সহজ হবে। তাছাড়া ভারতের উইকেটে পড়ে রান তাড়া করা কিছুটা সহজ হওয়ায়, পরে ব্যাটিং করবেন তারা।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোলেফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
মন্তব্য করুন