বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে আফগানিস্তান। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে আড়াইশো রানের গণ্ডি পার করে আফগানরা।
বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে নির্ধারিত ৫০ ওভারে ভারতের বিপক্ষে ২৭২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। সর্বোচ্চ ৮০ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।
দিল্লিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৭ম ওভারে ইব্রাহিম জাদরানকে ২১ রানে ফেরান বুমরাহ। দলীয় ৬৩ রানের মাথায় গুরবাজ ও রহমত শাহকে হারিয়ে চাপে পড়ে আফগানরা। চতুর্থ উইকেট জুটিতে ১২১ রান যোগ করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দলীয় ১৮৪ রানে এ জুটি ভাঙেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২টি চার ও ৪টি ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৬২ রানে ফেরেন আজমাতুল্লাহ।
বিপদের মাঝে বুক চেতিয়ে লড়াই চালিয়ে যান আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে ৮০ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফগান অধিনায়ককে। ৪ রানের ব্যবধানে নাজিবুল্লাহ জাদরানকে ফেরান বুমরাহ। মোহাম্মদ নবীকেও ১৯ রানে ফেরান ভারতীয় পেসার। শেষের দিকে রশিদ-মুজিব দৃঢ়তায় ২৭২ রানের পুঁজি পায় আফগানিস্তান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ৩টি উইকেট শিকার নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া কুলদ্বীপ যাদব ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন