বাংলাদেশের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬৩ রানে ৩ উইকেট হারায় আফগানরা। তবে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে বড় সংগ্রহের পথে রয়েছে আফগানিস্তান। বুধবার (১১ অক্টোবর) ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৮ রান সংগ্রহ করে আফগানরা। ৭ম ওভারে ইব্রাহিম জাদরানকে আউট করেন বুমরাহ। দলীয় ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রশিদ-নবীরা। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম যথাক্রমে ২২ ও ২৩ রানে বিদায় নেন।
চতুর্থ উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানরা। হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই জোড়া ফিফটি তুলে নেন। আফগান দলপতি ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে অপরাজিত আছেন। আজমত ২য় ফিফটি তুলে ২টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানে হার্দিকের বলে ফিরে যান।
মন্তব্য করুন