২৯৮ রানের টার্গেট; স্কোর বোর্ডে ৭০ রান তুলতেই নেই দুই উইকেট। সেখান থেকে দারুণ এক জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল ও মাহমুদুল হাসান জয়। ১৩০ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান তারা। যদিও এরপর আলোক স্বল্পতায় ম্যাচ আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে ছিল বাংলাদেশ। এবার দারুণ জয়ে ১-১ সমতায় ফেরালেন জয়-নওরোজরা। শ্রীলঙ্কার ডাম্বুলায় গতকাল আগে ব্যাটিং করে ২৯৭ রান তোলে স্বাগতিকরা। রান তাড়ায় ৩৬ ওভারে বাংলাদেশ তোলে ২০০ রান। এরপর আর খেলা চালানো সম্ভব হয়নি।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই উদ্বোধনী ব্যাটার অমিত হাসানকে শূন্য রানে ফেরায় লঙ্কানরা। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে। এরপর দারুণ এক জুটি গড়েন জয় ও নওরোজ। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন নওরোজ। ফিফটিতে ৫৭ রানে অপরাজিত ছিলেন জয়।
মন্তব্য করুন