পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে দাপুটে জয়ে ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও আগ্রাসী ব্যাটিং ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওপেনার ডেভিড ওয়ার্নারের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে অজিরা।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেুডয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রোলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। চলমান আসরে নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্যাটিংয়ে নেমে মাত্র ৩.৫ ওভারে ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার মিশেল মার্শ ব্যাক্তিগত ৯ রানে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩২ রানের বিশাল জুটি গড়েন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে ৬৮ বলে ৭১ রানে আউট হন অজি ব্যাটার। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান স্মিথ। মারনাস লাবুশানে ৪৬ বলে ৭টি চার ও ২টি ছয়ে অষ্টম ফিফটিতে ৬২ রানে বিদায় নেন।
ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের ২২তম শতক তুলে নিয়েছেন ওপেনার ওয়ার্নার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন