ওয়ানডে বিশ্বকাপের বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে লঙ্কান বোলারদের তোপে পড়েছে ইংলিশরা।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর দ্রুতই ৪ উইকেট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বেঙ্গালুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানরে উদ্বোধনী জুটি গড়নে ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ২৫ বলে ২৮ রান করা মালানকে ফিরিয়ে শুরু করেন অভিজ্ঞ অ্যাঞ্জোলো ম্যাথিউস। ৭৭ রান তুলতেই সাজঘরের পথ ধরেন বেয়ারস্টো, রুট ও অধিনায়ক বাটলার।
দলীয় ৫৭ রানের সময় রান আউটে কাটা পড়েন জো রুট। ব্যক্তিগত ৩০ রানে রাজিথার বলে সাজঘরে ফেরেন ওপেনার বেয়ারস্টো। ৭৭ রানের মাথায় ইংলিশ শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন লাহিরু কুমারা। ৮ রান করা ইংল্যান্ড অধিনায়ককে ফেরান লঙ্কান পেসার।
মন্তব্য করুন