বাংলাদেশের সাথে আফগানিস্তান ক্রিকেট দলের সফরের বিস্তারিত এবং ভেন্যু আগেই চূড়ান্ত হয়েছিল । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকে চূড়ান্ত করল সফরের সবগুলো ম্যাচের সময়সূচি।
আগামী ১৪ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে রশীদ খানদের সাথে বাংলাদেশের একমাত্র টেস্ট। টেস্ট ম্যাচটির প্রত্যেক দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে। এরপর ১৬ দিনের বিরতির পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজ। এরপর ৫, ৮ ও ১১ জুলাইয়ের তিনটি ওয়ানডে ম্যাচ ডে নাইটের। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর সিলেটে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ হবে। ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে প্রথম দফার ম্যাচগুলো খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে রশীদ খান- নুর আলমরা। দেশে পৌঁছে তিন দিন অনুশীলন শেষেই প্রথম টেস্টে মাঠে নামবে আফগানরা।
মন্তব্য করুন