স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরের আইসিসি মাসসেরা রাচিন রবীন্দ্র

রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত
রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড জাতীয় দলে রাচিন রবীন্দ্রর আগমণ ছিল বাঁ-হাতি স্পিন ও টেলএন্ডার ব্যাটার হিসেবে। সর্বশেষ বাংলাদেশ সিরিজ থেকে তাকে খেলানো শুরু হলো টপ অর্ডার ব্যাটার হিসেবে। এরপর বিশ্বকাপের মতো মঞ্চেও তিনি ওই পজিশনেই আস্থার ধারাবাহিক প্রতিদান দিয়ে যাচ্ছেন। তিনটি সেঞ্চুরিতে এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও রবীন্দ্র। এবার আইসিসি থেকেও তার এই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই কিউই অলরাউন্ডার। আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার কুইন্টন ডি কক ও ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে। শুক্রবার (১০ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ভারত বিশ্বকাপে নতুন রূপে আবির্ভূত হয়েছেন রাচিন। স্পিন অলরাউন্ডার থেকে হয়ে গেছেন পুরোদস্তুর ব্যাটিং অলরাউন্ডার। ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে তার ব্যাটিং কারুকার্য ভালোভাবেই উপভোগ করছে বিশ্ব। আসরের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে পাকিস্তানের বিপক্ষে ৭২ বলে খেলেছিলেন ৯৭ রানের ঝকঝকে এক ইনিংস। এ ইনিংসে নিউজিল্যান্ড ক্রিকেটের মন জয় করে বনে গেছেন টপ অর্ডার ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে তিনে খেলতে নেমে খেলেন ৯৬ বলে ১২৩ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। একই পজিশনে পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে বড় স্কোর করতে না পারলেও ভারতের বিপক্ষে খেলেন ৭৫ রানের দাপুটে ইনিংস। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সেঞ্চুরি হাঁকান তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান গত ৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে।

সব মিলিয়ে চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে ৭০.৬২ গড়ে ৫৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রাচিন।

তবে রাচিন আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন শুধু অক্টোবরের পারফরম্যান্সে। যেখানে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮১.২০ গড়ে ৬ ইনিংসে তার ব্যাটে এসেছে ৪০৬ রান। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি বল হাতেও ৬ ইনিংসে পেয়েছেন ৩ উইকেটের দেখা।

এমন পারফরম্যান্সের ভিত্তিতে গত মাসে ৩ সেঞ্চুরি করা প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক ও ১৪ উইকেট পাওয়া ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে পেছনে ফেলেছেন রাচিন।

ম্যাচসেরা হয়ে রাচিন বলেন, ‘পুরস্কারটি জিতে আমি কৃতজ্ঞ। মাসটা (অক্টোবর) দল ও আমার জন্য বিশেষ। ভারত বিশ্বকাপে খেলতে পারাটা আরও বেশি বিশেষ।’

এদিকে নারী বিভাগে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথু। ২৫ বছর বয়সী এ ব্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন যথাক্রমে ৯৯, ১৩২ ও ৭৯ রানের ইনিংস। এর মধ্যে ৯৯ রানের ইনিংসটিতে অপরাজিত ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

ক্ষমা চাইলেন সিমিওনে

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

১০

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

১১

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

১২

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা 

১৩

বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

১৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

১৫

সায়েন্সল্যাব অবরোধ

১৬

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

১৭

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

১৮

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্যের শপথ 

১৯

নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

২০
X