বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরের আইসিসি মাসসেরা রাচিন রবীন্দ্র

রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত
রাচিন রবীন্দ্র। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড জাতীয় দলে রাচিন রবীন্দ্রর আগমণ ছিল বাঁ-হাতি স্পিন ও টেলএন্ডার ব্যাটার হিসেবে। সর্বশেষ বাংলাদেশ সিরিজ থেকে তাকে খেলানো শুরু হলো টপ অর্ডার ব্যাটার হিসেবে। এরপর বিশ্বকাপের মতো মঞ্চেও তিনি ওই পজিশনেই আস্থার ধারাবাহিক প্রতিদান দিয়ে যাচ্ছেন। তিনটি সেঞ্চুরিতে এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও রবীন্দ্র। এবার আইসিসি থেকেও তার এই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই কিউই অলরাউন্ডার। আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তরুণ এই অলরাউন্ডার।

মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার কুইন্টন ডি কক ও ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে। শুক্রবার (১০ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ভারত বিশ্বকাপে নতুন রূপে আবির্ভূত হয়েছেন রাচিন। স্পিন অলরাউন্ডার থেকে হয়ে গেছেন পুরোদস্তুর ব্যাটিং অলরাউন্ডার। ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে তার ব্যাটিং কারুকার্য ভালোভাবেই উপভোগ করছে বিশ্ব। আসরের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে পাকিস্তানের বিপক্ষে ৭২ বলে খেলেছিলেন ৯৭ রানের ঝকঝকে এক ইনিংস। এ ইনিংসে নিউজিল্যান্ড ক্রিকেটের মন জয় করে বনে গেছেন টপ অর্ডার ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে তিনে খেলতে নেমে খেলেন ৯৬ বলে ১২৩ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। একই পজিশনে পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে বড় স্কোর করতে না পারলেও ভারতের বিপক্ষে খেলেন ৭৫ রানের দাপুটে ইনিংস। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সেঞ্চুরি হাঁকান তিনি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান গত ৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে।

সব মিলিয়ে চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে ৭০.৬২ গড়ে ৫৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রাচিন।

তবে রাচিন আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন শুধু অক্টোবরের পারফরম্যান্সে। যেখানে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮১.২০ গড়ে ৬ ইনিংসে তার ব্যাটে এসেছে ৪০৬ রান। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি বল হাতেও ৬ ইনিংসে পেয়েছেন ৩ উইকেটের দেখা।

এমন পারফরম্যান্সের ভিত্তিতে গত মাসে ৩ সেঞ্চুরি করা প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক ও ১৪ উইকেট পাওয়া ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে পেছনে ফেলেছেন রাচিন।

ম্যাচসেরা হয়ে রাচিন বলেন, ‘পুরস্কারটি জিতে আমি কৃতজ্ঞ। মাসটা (অক্টোবর) দল ও আমার জন্য বিশেষ। ভারত বিশ্বকাপে খেলতে পারাটা আরও বেশি বিশেষ।’

এদিকে নারী বিভাগে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথু। ২৫ বছর বয়সী এ ব্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন যথাক্রমে ৯৯, ১৩২ ও ৭৯ রানের ইনিংস। এর মধ্যে ৯৯ রানের ইনিংসটিতে অপরাজিত ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X