নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শুরু হওয়া মিরপুর টেস্টে পরাজয় এড়াতে পারলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে দুই দল। তবে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ শিবিরে বড় এক ধাক্কা। আগামীকাল নাঈম হাসান ছাড়াই নামতে হতে পারে বাংলাদেশকে।
সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত খেলেছেন এই ডানহাতি স্পিনার। ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারাতে প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ঢাকা টেস্টেও তার দিকে তাকিয়ে টাইগার ভক্তরা। তবে ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন নাঈম।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুরে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন নাঈম। দিনের শুরুতেই বোলিং করেন তিনি। এরপর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন। সেখানে থ্রো-ডাউন খেলার সময়ে বল তার আঙুলে আঘাত করে। এরপর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ড্রেসিংরুমে চলে যান নাঈম। তবে চোটের জন্য বুধবার ঢাকা টেস্টে তার খেলা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এই স্পিনার সম্পর্কে জানান, সে (নাঈম) জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে। ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’
মন্তব্য করুন