আগামীকাল পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামার আগেরদিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের অভিষেক হচ্ছে দুই পেসার আমের জামাল ও খুররম শেহজাদ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তানের মতো একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাশেজে ইনজুরিতে পড়া অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন একাদশে ফিরেছেন। তবে পাকিস্তান শিবির ইনজুরির কারণে লেগ স্পিনারর আবরারকে পাচ্ছে না পার্থ টেস্টে। এ ম্যাচ দিয়েই নেতৃত্বের অভিষেক ঘটবে বাঁহাতি ব্যাটার শান মাসুদের।
ওয়ানডে বিশ্বকাপ ভরাডুবির পর দলকে ঢেলে সাজানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মাদ হাফিজকে নতুন কোচ ও ডিরেক্টর নির্বাচত করা হয়েছে। আর বাবর আজমের জায়গায় নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে শান মাসুদকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে দুই পেসার আমের জামাল ও খুররম শেহজাদের। এ দুজন ছাড়াও পেস আক্রমণে রয়েছে অভিজ্ঞ শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলি। একাদশে বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও পার্টটাইম স্পিনার হিসেবে খাকবেন সালমান আলী আগা ও সৌদ শাকিল।
২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল পাকিস্তান। সেবার টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেয়েছিল আজহার আলির দল। এমনকি অজিদের মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেললেও একবারও জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
পাকিস্তান একাদশ: ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
মন্তব্য করুন