স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল চেন্নাইয়ের মুস্তাফিজকে দলে নেওয়ার কারণ

চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর শুরু হওয়ার কথা মার্চের শেষদিকে। তবে এখনও মাস তিনেক বাকি থাকলেও মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ানোর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দমতো দল গড়েছে। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। অনেকটা অবাক করেই তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ক্রিকেট সংশ্লিষ্ঠ অনেকের মনে প্রশ্ন ছিল ঠিক কি কারণে মুস্তাফিজকে দলে নেওয়া হলো? এবার সেই প্রশ্নের উত্তর দিল দলটির প্রধান নির্বাহী।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ সময়ে ২৮ বছর বয়সী পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পায় ধোনির দল। সবমিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড পেয়েছে চেন্নাই, ফলে তাদের একাদশে ফিজ জায়গা পাবেন কি না তা নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দেওয়া সম্ভাব্য একাদশে নাম ছিল না তার।

তবে মুস্তাফিজ দলে নেওয়ার চিন্তা কিন্তু পরিকল্পনা করেই করেছে চেন্নাই। অনেকটা ভেবে চিন্তেই মুস্তাফিজকে নিয়েছে আইপিএলের সফলতম এই ফ্রাঞ্চাইজি। এবার টাইগার এই পেসারকে দলে নেওয়ার কারণ জানালেন চেন্নাই। ফ্রাঞ্চাইজিটির ঘরের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়াম। যেখানের উইকেটে বেশ স্লো বলেই খ্যাতি আছে। আর মুস্তাফিজের মধ্যে আগের সেই ধার না থাকলেও এমন উইকেটে ‘ফিজ’ এখনও কার্যকর হতে পারেন স্লোয়ার ও কাটারের সহায়তায়। তাছাড়া এই মাঠের দুই পাশের বড় সীমানাও তার সুবিধায় আসতে পারে।

শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে দলটির প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন জানান, তারা যাদেরকে চেয়েছিলেন তাদের সবাইকেই নিতে পেরেছেন। সেখানে তিনি মুস্তাফিজকে নেওয়ার পিছনে চেন্নাইয়ের যুক্তি ব্যাখা করেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।’

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক মৌসুমেই দুর্দান্ত খেলে ১৬ ম্যাচেই ১৭ উইকেট নেন তিনি। আইপিএলে হায়দরাবাদকে ওই মৌসুমে শিরোপা জেতাতেও রাখেন বড় ভূমিকা। আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও হন তিনি। এখন পর্যন্ত এই পুরস্কার পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি।

এদিকে চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে আইপিএলে মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী এই পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর প্রতিনিধিত্ব করছেন ড. সবুর খান

কোরআন অবমাননা, যা বলছেন আজহারি

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

যোগ্য প্রার্থী নিয়োগের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো

১০

নতুন পে স্কেলে কত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন

১১

কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

১২

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

১৩

বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৪

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

১৫

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৬

কাগজের কাপে চা-কফি খাচ্ছেন? পিছু নিতে পারে ভয়াবহ যেসব রোগব্যাধি

১৭

‘কোরআন অবমাননা’ / সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

১৮

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

১৯

বিসিবি নির্বাচন ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন বুলবুল

২০
X