স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:১৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে হোম টেস্ট সিরিজ দিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। সেই দিক থেকে একদিন পর শুরু হওয়া সিডনি টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে তখন শোনা গিয়েছিল সাদা বলে আরও খেলবেন তিনি। তবে এবার নতুন বছরের প্রথম দিনে তিনি নিজেই জানালেন অন্য কথা। অজি এই ওপেনার টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন।

সোমবার (১ জানুয়ারি) সিডনি টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ার্নার। এরপর থেকেই মূলত এই ফরম্যাটে তার আগ্রহ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। বলা হচ্ছিল, নিজেকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দেখতে চান ৩৭ বছর বয়সী ওয়ার্নার। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

আজকে অস্ট্রেলিয়ান এই ওপেনার, নিশ্চিত করেছেন সেই গুঞ্জনও। জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলবেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করেছেন তিনি। জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচ খেলে ৩৩ অর্ধশতক ও ২২ শতকে ওয়ার্নারের রান ৬ হাজার ৯৩২।

তবে তিনি এই খবরও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন। ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে যদি নাটকীয়ভাবে না ফেরেন, তাহলে ওয়ানডেতে ওয়ার্নারের সর্বশেষ ম্যাচ হয়ে থাকবে গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনাল। যে ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি, ওয়ার্নার জিতেছেন দ্বিতীয়বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যক্ষ নিয়োগে অর্থবাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাক-ভারত সংঘাত / ভারতের শক্তির জায়গায় ধরা পড়ল দুর্বলতা

বাজেট না বাড়লে যমুনা অভিমুখে লং মার্চ : জবি শিক্ষক-শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ডা. কর্নেল (অব.) জেহাদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিবৃতি

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

রাজশাহীতে ওসির বিরুদ্ধে রাস্তায় নামল আইনজীবীরা

পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ কমেছে

জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা

মার্কিন-চীন বাণিজ্যেও ৯০ দিনের ‘যুদ্ধবিরতি’, শুল্ক কমানোর ঘোষণা

১০

জল্পনার অবসান ঘটালেন মানিশ গোয়েল

১১

‘আ.লীগ নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে’

১২

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

১৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর সিদ্ধান্ত দ্রুত নেবে ইউজিসি

১৪

প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই : প্রেস সচিব

১৫

মধ্য রাতে পুড়ে ছাই ৬ বিঘা জমির পানের বরজ

১৬

কোরবানির ঈদে খেল দেখাবে ‘নাটোরের বাদশা’

১৭

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

১৮

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

১৯

ভাসানচর থেকে পালিয়ে আসা অর্ধশত রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

২০
X