স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্টোকসকে ‘বাচ্চা’ বানাল অস্ট্রেলিয়ার গণমাধ্যম 

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। সদ্য সমাপ্ত এই টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৪৩ রানে পরাজিত করেছে অজিরা। তবে লর্ডস টেস্ট নিয়ে আলোচনা যেন থামছেই না।

জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়েই মূলত উত্তপ্ত হয়ে ওঠে লর্ডস টেস্ট। বহুল সমালোচিত এই টেস্টের জল গড়িয়েছে বহুদূর। এমনকি দেশ দুটির প্রধানমন্ত্রীরাও এ নিয়ে কথা বলেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র বেন স্টোকসকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে বসেছে।

বহুল আলোচিত এই টেস্টে ম্যাচের চেয়ে বেয়ারস্টোরের আউট নিয়েই বেশি কথা হচ্ছে। কেউ বলছে এটি ক্রিকেটীয় চেতনার পরিপন্থি। কেউ বলছে এটি যৌক্তিক। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস তো দাবি করে বসলেন অজিদের কেউ ওই পজিশনে থাকলে তিনি আবেদনই করতেন না।

এই জিনিস নিয়েই মজেছে অজি সংবাদপত্র। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকসকে নিয়ে কার্টুন ছেপেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা। কার্টুনে স্টোকসকে বাচ্চার চরিত্রে উপস্থাপন করা হয়েছে। ডায়াপার পরে তিনি (স্টোকস) বল ধরতে সবুজ ঘাসে হামাগুঁড়ি দিচ্ছেন। ইংলিশ অধিনায়কের একপাশে ছিল ফসকে যাওয়া অ্যাশেজ। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারকে ‘ক্রাইবেবি’ বলা হয়েছে এবং তারা ক্যাপশন দিয়েছে, ‘পমপমেরা খালি পারে প্রতারণা নিয়ে হাহাকার করতে।’ সামাজিক মাধ্যমে এই ছবি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়।

এই ছবি দেখে স্টোকস অবশ্য মজা করে টুইট করেন, ‘এটা অবশ্যই আমি না যে নতুন বলে বোলিং করে।’

সব কাহিনি শুরু হয় লর্ডস টেস্টের শেষ দিনে। ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর ধারণা, বল ডেড হয়ে গেছে। এরপর তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি, যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা-কাটাকাটি হয়েছে। ম্যাচ শেষে সরাসরি না বললেও স্টোকস আকারে-ইঙ্গিতে অস্ট্রেলিয়ার দিকেই আঙুল তুলেছেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি কি সেভাবে ম্যাচ জিততাম? এর উত্তর না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১০

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১২

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৩

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৪

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৫

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৭

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৯

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

২০
X