স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্টোকসকে ‘বাচ্চা’ বানাল অস্ট্রেলিয়ার গণমাধ্যম 

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। সদ্য সমাপ্ত এই টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৪৩ রানে পরাজিত করেছে অজিরা। তবে লর্ডস টেস্ট নিয়ে আলোচনা যেন থামছেই না।

জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়েই মূলত উত্তপ্ত হয়ে ওঠে লর্ডস টেস্ট। বহুল সমালোচিত এই টেস্টের জল গড়িয়েছে বহুদূর। এমনকি দেশ দুটির প্রধানমন্ত্রীরাও এ নিয়ে কথা বলেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র বেন স্টোকসকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে বসেছে।

বহুল আলোচিত এই টেস্টে ম্যাচের চেয়ে বেয়ারস্টোরের আউট নিয়েই বেশি কথা হচ্ছে। কেউ বলছে এটি ক্রিকেটীয় চেতনার পরিপন্থি। কেউ বলছে এটি যৌক্তিক। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস তো দাবি করে বসলেন অজিদের কেউ ওই পজিশনে থাকলে তিনি আবেদনই করতেন না।

এই জিনিস নিয়েই মজেছে অজি সংবাদপত্র। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকসকে নিয়ে কার্টুন ছেপেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা। কার্টুনে স্টোকসকে বাচ্চার চরিত্রে উপস্থাপন করা হয়েছে। ডায়াপার পরে তিনি (স্টোকস) বল ধরতে সবুজ ঘাসে হামাগুঁড়ি দিচ্ছেন। ইংলিশ অধিনায়কের একপাশে ছিল ফসকে যাওয়া অ্যাশেজ। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারকে ‘ক্রাইবেবি’ বলা হয়েছে এবং তারা ক্যাপশন দিয়েছে, ‘পমপমেরা খালি পারে প্রতারণা নিয়ে হাহাকার করতে।’ সামাজিক মাধ্যমে এই ছবি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়।

এই ছবি দেখে স্টোকস অবশ্য মজা করে টুইট করেন, ‘এটা অবশ্যই আমি না যে নতুন বলে বোলিং করে।’

সব কাহিনি শুরু হয় লর্ডস টেস্টের শেষ দিনে। ইংল্যান্ডের ইনিংসের ৫২তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন সতীর্থ স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর ধারণা, বল ডেড হয়ে গেছে। এরপর তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি, যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা-কাটাকাটি হয়েছে। ম্যাচ শেষে সরাসরি না বললেও স্টোকস আকারে-ইঙ্গিতে অস্ট্রেলিয়ার দিকেই আঙুল তুলেছেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি কি সেভাবে ম্যাচ জিততাম? এর উত্তর না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

১০

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

১১

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১২

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১৩

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১৪

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৫

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৬

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৭

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৮

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৯

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

২০
X