ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ধবলধোলাই এড়োনোর লড়াই 

ধবল ধোলাই এড়োতে পারবেন তো সাকিবেরা? ছবি : সংগৃহীত
ধবল ধোলাই এড়োতে পারবেন তো সাকিবেরা? ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সফলতা বেশি। যার সিংহভাগ এসেছে দেশের মাটিতে ওয়ানডে ক্রিকেট খেলে। ডিসেম্বরেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হারায় সাকিব-লিটনরা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি–টোয়েন্টি সিরিজ এবং পরপর দুটি ওয়ানডে সিরিজ জয়।

কিন্তু এর মধ্যেও দৃষ্টিকটু হিসেবে ধরা দিয়েছে দেশের মাটিতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ পরাজয়। এর সঙ্গে যোগ হয়েছে নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কা। লজ্জা এড়ানোর চ্যালেঞ্জে মঙ্গলবার (১১ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেননি সাকিব-মুশফিকরা। ম্যাচটি শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায়।

এর আগে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে আফগানদের প্রধান কোচ জনাথন ট্রট জানিয়েছিলেন ৩-০তেই সিরিজ জিততে চান তারা। একদিন পর অবশ্য দলটির পেস বোলিং কোচ হামিদ হাসানও জানালেন সেই একই কথা। তবে বাংলাদেশ থেকে নিজেদের রেখেছেন একধাপ ওপরে।

হামিদ বলছিলেন, 'হ্যাঁ (অবাক হয়েছি)। আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত একধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।'

আফগানিস্তানের সাবেক পেসার হামিদ অবশ্য এটা মানছেন যে টাইগারদের ঘরের মাটিতে হারানো কঠিন, 'বাংলাদেশকে তাদের মাটিতে হারানো আমার মনে হয় না সহজ কাজ। কিন্তু এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫-৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।'

এদিকে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস আজ সংবাদ সম্মেলনে জানালেন দুই ম্যাচ দেখে টাইগারদের বিচার না করতে বলছেন, 'শেষ দুই ম্যাচে ওদের (বাংলাদেশ ক্রিকেটার) পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে পরিমাপ করছি। আমরা ভুলে যাচ্ছি আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কি করেছে।’

এ ম্যাচ জিতলে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে যাবে আফগানরা৷ সেই সঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জয়ের পাল্লায় আনবে সমতা৷ হোয়াইটওয়াশ এড়ানোর চেয়েও মূল ভাবনা থাকবে এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসের উন্নতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১২

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৩

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৪

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৫

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৬

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৭

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৮

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৯

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

২০
X