শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের ৩ রানের আক্ষেপ 

জাকের আলী অনিক। ছবি : সংগৃহীত
জাকের আলী অনিক। ছবি : সংগৃহীত

চায়ের শহর সিলেটে বোলিংয়ে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। তবে সময়ের সঙ্গে সঙ্গে লঙ্কান ব্যাটারদের সামনে ধার হারিয়েছেন টাইগার বোলাররা। অন্যদিকে প্রথমে দেখে খেললেও মেন্ডিস-সামারাবিক্রমাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। সেই লক্ষ্য তাড়ায় শুরুতে চাপে পড়লেও এক সময়ের ব্রাত্য মাহমুদউল্লাহ আর অভিষিক্ত জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশ ছাড়ানো লক্ষ্যকেও মামুলি বানিয়ে জয় তুলে নেওয়ার কাছে চলে যায় বাংলাদেশ।

তবে শেষে তীরে এসে তরী ডোবার মতোই অবস্থা হয়েছে বাংলাদেশের। তিন রানের হারের ফলে জয় দিয়ে নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যুগে প্রবেশ করতে পারল না বাংলাদেশ।

সোমবার (৪ মার্চ) সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের দেওয়া ২০৭ রানের বড় লক্ষ্যে মাহমুদউল্লাহ ও আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া জাকেরের দুর্দান্ত অর্ধ শতকের পরেও তিন রানে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে জাকের সর্বোচ্চ ৬৮ রান করেন। লঙ্কানদের পক্ষে ম্যাথিউস, বিনুরা ও শানাকা নেন দুটি করে উইকেট।

২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই লিটন দাস কোনো রান না করে ফিরেন।

আরেক ওপেনার সৌম্য সরকারও কিছু করতে পারেননি। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। চারে নেমে ছক্কা দিয়ে ইনিংস শুরু করেছিলেন সদ্য শেষ হওয়া বিপিএল মাতানো তাওহিদ হৃদয়। তবে তার ব্যাট থেকে ৮ রানের বেশি আসেনি।

টাইগারদের দলপতি শান্ত এদিন ছিলেন খাপছাড়া। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২০ রান।

৬৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর জাকেরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৮ মাস পর দলে এসে পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ২৭ বলে ফিফটি করেন তিনি। তবে শেষ পর্যন্ত ৩১ বলে ৫৪ রান করেই ফিরতে হয় এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারকে।

মাহমুদউল্লাহ ফেরার পর জাকের বোঝান তিনি কেন বারবার জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে তিনি নিয়ে যান জয়ের কাছাকাছি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৫ বলে স্পর্শ করেন অভিষেক ম্যাচেই ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৬৮ রান।

জাকের আউটের পর শেষ তিন বলে জয়ের জন্য ১০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের। চতুর্থ বলে চার মারেন শরিফুল। তবে শেষ দুই বলে এক রান করে আসে যার ফলে দারুন এক জয় থেকে বঞ্চিত হলো বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১০

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১১

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১২

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

১৪

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

১৫

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

১৬

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

১৭

বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

১৮

দেয়াল-পিলারে ফাটল, মেঝেও ধসে গেছে সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের

১৯

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

২০
X