স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কারা পান মেরুন জ্যাকেট! 

আলোচিত সেই জ্যাকেট। ছবি : সংগৃহীত
আলোচিত সেই জ্যাকেট। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমে দেখা যাচ্ছে মেরুন রঙের এক জ্যাকেটের। সাধারণত মেরুনের সঙ্গে বাংলাদেশ দলের কোনো সময়ই কোনো সম্পর্ক ছিল না। ক্রিকেট ভক্তদের চোখে মেরুন রং বললেই ভেসে উঠবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি। এই রংয়ের পোশাক জড়িয়েই ব্রায়ান লারা-ক্রিস গেইল-ড্যারেন স্যামিরা বিশ্ব মাতিয়েছেন এবার সেই রংয়ের একটি জ্যাকেট বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমে দেখা গেল।

বাংলাদেশের ড্রেসিংরুমে আত্মপ্রকাশ পাওয়া এই জ্যাকেটের শুরু অবশ্য সর্বশেষ ভারতে হওয়া বিশ্বকাপ থেকে।

আমেরিকান পপ গায়িকা কিয়ারার একটি গান থেকে এই জ্যাকেটের ধারণা পায় বাংলাদেশ দল। বিশেষ এই জ্যাকেটটি দেওয়া হয় তাদেরই যারা ম্যাচে প্রভাব রাখার মতো পারফরম্যান্স করেন। সর্বোচ্চ রান কিংবা উইকেট যিনি পাবেন তাকেই যে এই বিশেষ জ্যাকেট দেওয়া হবে ব্যাপারটি এমন নয়।

ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেওয়া পারফর্মারকেই দেওয়া হয় এই ‘মেরুন জ্যাকেট’। যিনি এই বিশেষ পোশাকটি পাবেন তাকে এই ‘মেরুন জ্যাকেট’ পরে দলের সবাইকে চিয়ার আপ করতে হবে। সেই পারফর্মারের নাম, ম্যাচ আর পারফরম্যান্স কালো মার্কার দিয়ে ছোট্ট করে লিখে দেওয়া হয় জ্যাকেটটিতে।

এমন ভাবনার শুরুটা কীভাবে হয়েছিল এই সম্পর্কে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘এই মেরুন জ্যাকেটের কনসেপ্ট এসেছে একটা গান থেকে। যেখানে একজনকে দেখা যায় একটা মেরুন জ্যাকেট পরে পুরো ব্যান্ডটাকে উৎসাহিত করে। প্রথমে ব্যান্ডটা খুব নার্ভাস থাকে, তাদের ট্রায়াল চলে ওই সময়। তখন হঠাৎ করে একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। ওই জিনিসটাই আমাদের এখানে এই কনসেপ্ট নিয়ে এসেছে।

এ নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘কিয়ারার (আমেরিকান পপ-শিল্পী) ওই গানের ভিডিও দেখে মনে হচ্ছিল, আমাদের দলটাও তো এমন, সবাই অনেক চিন্তাগ্রস্ত থাকে। সেই গানে একজন চেয়ারের ওপর ওঠে গান ধরে, তাতে সবাই উজ্জীবিত ও নির্ভার হয়ে গাইতে থাকে। মেরুন জ্যাকেট পরা ব্যক্তি রুমের আবহ বদলে দেয়। এই মানুষটার ছোট্ট কাজই পুরো পরিস্থিতি বদলে দেয়।’

প্রথমবার মেরুন জ্যাকেট গায়ে চাপিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই জ্যাকেট নিয়ে তিনি বলেন, আমরা সবাই ভালো খেলি, কিন্তু টিমের মধ্যে একটা খেলোয়াড় থাকে যে কি না টিমটাকে বুস্টআপ করে একটা জায়গায় নিয়ে যায়। হয়ত সে অনেক বেশি কন্ট্রিবিউট করে না, হয়ত ছোট একটা কন্ট্রিবিউট করে, এর জন্যই টিমটা বুস্টআপ হয় এবং জেতে। আর এই মেরুন জ্যাকেটটা সে রকম একজনই পেয়ে থাকেন। ভালোই লেগেছিল যখন এই মেরুন জ্যাকেটটা পেয়েছিলাম এবং ভবিষ্যতে আরও পাব।

সে জন্যই হার-জিত ছাপিয়ে মেরুন জ্যাকেট দলকে উজ্জীবিত করতে ভূমিকা রাখছে। তাই হারা ম্যাচে দারুণ ইনিংস খেলে এই জ্যাকেট গায়ে চাপিয়েছেন জাকের আলী। কখনওবা তানজিদ তামিম একটা ছক্কা হাঁকিয়েই পেয়েছেন মেরুন জ্যাকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১০

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১১

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১২

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৪

ফিরছেন দীপিকা 

১৫

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

১৬

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

১৭

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

১৮

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

১৯

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

২০
X